জি বাংলা সারেগামাপা ২০২২ ধীরে ধীরে গ্র্যান্ড ফিনালের দিকে এগিয়ে চলেছে। আর সেই লক্ষ্যে অবিচল থেকে এদিন সেরা সাতজন প্রতিযোগীকে বেছে নেওয়া হল।
রবিবার, ১৫ জানুয়ারি সারেগামাপার মঞ্চে সেরা ৮ প্রতিযোগী একে অন্যকে টক্কর দিলেন সেরা ৭-এ জায়গা করে নেওয়ার জন্য। এদিন তাঁদের মধ্য থেকে বেরিয়ে গেলেন সোনিয়া গ্যাজমের। বাকি ৭ প্রতিযোগীর তুলনায় গতকাল সোনিয়ার পারফরমেন্স একটু হলেও কমজোর ছিল। আর সেই কারণেই লড়াই থেকে বাদ পড়লেন তিনি। যদিও ইতিমধ্যেই তিনি তাঁর গানের জাদুতে অনেকেরই মন জয় করে নিয়েছেন।
চ্যানেল কর্তৃপক্ষের তরফে এদিন রাতেই একটি পোস্ট করা হয় সোনিয়াকে নিয়ে। সেখানে জানানো হয় সোনিয়ার এলিমিনেশনের কথা। একই সঙ্গে তাঁর আগামী জীবনের জন্য শুভেচ্ছাও জানানো হয়। এই ফেসবুক পোস্টে জি বাংলার তরফে লেখা হয়, 'আজ সোনিয়া বিদায় নিল সারেগামাপার মঞ্চ থেকে। তাঁর শোনানো গান মন কেড়েছে অনেকের। তাঁর ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল। গান নিয়ে অনেকদূর এগিয়ে যাও।' এই পোস্টে বেশ কিছু হ্যাশট্যাগ ব্যবহার করা হয়। সারেগামাপা ২০২২, জি বাংলা সারেগামাপা ২০২২।
অনেকেই এই পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। কেউ কেউ সোনিয়ার বিদায় দেখে মোটেই খুশি নন। তাঁরা এই জাজমেন্ট মেনে নিতে পারেননি। একজন এই পোস্টে লেখেন, 'জঘন্য সব সিদ্ধান্ত। গত বছরও এক জিনিস হয়েছিল। এবছরও হচ্ছে। শান্তনু থাকা সত্বেও হচ্ছে। এত খারাপ জাজমেন্ট আগে দেখিনি।' আরেক ব্যক্তি লেখেন, 'বাংলা মাতৃভাষা না হওয়া সত্বেও যে এত ভালো বাংলা গান গাইত তাকেই প্রথম সরিয়ে দেওয়া হল। বাহ।'
তবে কেউ কেউ এই জাজমেন্টকে সঠিক বলেই মনে করেছেন। এক ব্যক্তি লিখেছেন, 'কাউকে না কাউকে তো বিদায় নিতেই হবে নইলে কম্পিটিশন এগোবে কী করে। তবে সোনিয়া অসাধারণ গাইছিল। অল দ্য বেস্ট সোনিয়া।'
এবার জি বাংলা সারেগামা পার মঞ্চে থেকে গেল সেরা সাত। এঁদের মধ্যেই হবে সেয়ানে সেয়ানে টক্কর। সেরা সাতে জায়গা করে নিলেন ঋদ্ধিমান বিশ্বাস, অ্যালবার্ট কাবো, সায়ন বৈরাগী, বিমান বুলেট সরকার, অস্মিতা কর, অঙ্কিত মালাকার, এবং পদ্মপলাশ হালদার।
প্রতি শনি এবং রবিবার করে এই গানের রিয়েলিটি শো জি বাংলায় দেখা যায়। এটি রাত ৯.৩০টা থেকে সম্প্রচারিত হয়।