সংগীত জগতে দুই উজ্জ্বল তারকা হলেন সোনু নিগম এবং বিশাল দাদলানি। সংগীত জগতে বহু গান উপহার দিয়েছেন এই দুই তারকা। তবে এবার একসঙ্গে মঞ্চ শেয়ার করলেন সোনু ও বিশাল। কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন দুই তারকাই।
ভূমি ২০২৪ অ্যালবামের একটি গানে জুটি বেঁধেছেন এই দুই তারকা। গানটি কম্পোজ করেছেন সেলিম এবং সুলেমন। গানটি লিখেছেন শ্রদ্ধা পন্ডিত। মিউজিক প্রডিউস করেছেন অংশুমান শর্মা এবং রাজ পন্ডিত। গানটি ইতিমধ্যেই ইউটিউবে প্রায় ২ মিলিয়নের।বেশি মানুষ দেখে ফেলেছেন।
আরও পড়ুন: পুলে কবীরের সঙ্গে জলকেলি কৃতির! চর্চিত প্রেমিকের সঙ্গে কোথায় বর্ষবর্ষণ করলেন নায়িকা?
গান প্রসঙ্গে সোনু নিগম
এই গানটি নিয়ে সোনু নিগম বলেছেন, ভূমি ২০২৪ এর জন্য এই গানটি প্রথম আমি রেকর্ড করলাম। বিশালের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। বিশালের সুর আমাকে মুগ্ধ করে। এই অ্যালবামটি রক মিউজিকের উপর ভিত্তি করে তৈরি করা হলেও গানটির মধ্যে একটি মধুরতা রয়েছে। গানটি ভীষণ ভালো লেগেছে সকলের। ইতিমধ্যেই বহু মানুষ গানটি দেখেছেন ইউটিউবে।
সোনু আরও বলেন, আমি ২০২২ সালে ভূমির জন্য কাজ করেছিলাম। একই জায়গায় আবার কাজ করতে পেরে ভীষণ খুশি হয়েছি। আগামী দিনেও এমন ধরনের কাজ করার সুযোগ পেলে অবশ্যই করব।
গান প্রসঙ্গে বিশাল দাদলানি
এই গানটি প্রসঙ্গে বিশাল বলেন, আমি তখন ফ্রান্সে প্যারাগ্লাইডিং ট্রিপে ছিলাম। আমার কাছে সেলিমের ফোন আসে, এই গানটি গাওয়ার জন্য। তবে সোনু নিগমের সঙ্গে গান গাইতে হবে এই শুনে কিছুটা চমকে উঠেছিলাম আমি। এই কাজ আগে কোনওদিন করিনি। একজন গায়ক হিসেবে মাইক হাতে গান গাওয়ার ব্যাপারটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল। আর যাই হোক আমি নিজেকে গায়ক মনে করি না। যদিও সোনু এবং সেলিম আমাকে ভীষণ সাহায্য করেছিল।
আরও পড়ুন: ‘এখনও সিনেমা শুরুর আগে…’! ২৫ বছর আগে কহো না প্যায়ার হ্যায়র সময়কার হাতে লেখা নোট, স্মৃতিচারণ হৃতিকের
আরও পড়ুন: 'গেম চেঞ্জার’ নিয়ে বিস্ফোরক রামগোপাল বর্মা! বলছেন, ছবির বাজেট ও আয় যা দেখানো হচ্ছে সবই ‘ভুয়ো’
বিশাল আরও বলেন, পুরো ব্যাপারটা একটি কনসার্টের মতো ছিল। আমরা দুজনেই গান গাইতে পারফর্ম করেছিলাম। আমাদের দুজনকেই আপনি নাচ করতে দেখবেন এই অ্যালবামে। এই গানটি গাইতে প্রথম থেকেই আমি সাবলীল ছিলাম না কিন্তু সেলিম এবং সুলেমন যার পাশে থাকবে, তার কোনও কিছুতেই কোনও অসুবিধা হওয়ার কথা নয়। আমি আবার সোনুর সঙ্গে কাজ করতে চাই।