মৃণাল সেনের জীবনের উপর নির্মিত ছবি পদাতিক আসছে। সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিটি নিয়ে তাঁর অনুরাগী থেকে শুরু করে বাংলা দর্শকদের মধ্যে উত্তেজনা, উন্মাদনার অন্ত নেই। এবার সেই উত্তেজনা এবং অপেক্ষা দুই শতগুণ বাড়িয়ে প্রকাশ্যে এল এই ছবির প্রথম গান তু জিন্দা হ্যায়।
আরও পড়ুন: 'বিজ্ঞাপনের স্লট নেব কী নেব না...' রবিবার ভারতের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানকে খোঁচা জোমাটোর
তু জিন্দা হ্যায় গানটি প্রসঙ্গে
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত, চঞ্চল চৌধুরী অভিনীত এই ছবির প্রথম গান হিসেবে মুক্তি পেল তু জিন্দা হ্যায়। গানটিতে ভরপুর ভাবে উঠে এসেছে দেশাত্মবোধের ছোঁয়া, রয়েছে লড়াইয়ের গল্প। গানটি গেয়েছেন সোনু নিগম এবং অরিজিৎ সিং। হ্যাঁ, এই প্রথমবার তাঁরা একসঙ্গে কোনও গান একসঙ্গে গাইলেন।
তু জিন্দা হ্যায় গানটি লিখেছেন শৈলেন্দ্র। সুর দিয়েছেন সলিল চৌধুরী। আর এই ছবির এই প্রথম গানটির মিউজিক ডিজাইন করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
তু জিন্দা হ্যায় গানটিতে ধরা পড়েছে সেই সময়ের অশান্ত উত্তাল বাংলার ছবি। সঙ্গে উঠে এসেছে মৃণাল সেনের কাজের দৃশ্যও। তু জিন্দা হ্যায় গানটির ফাইনাল ট্র্যাক প্রযোজনা করেছেন শমীক চক্রবর্তী। অরিজিৎ সিংয়ের অংশ রেকর্ড করেছেন সুকান্ত সিং। অন্যদিকে মুম্বইয়ের কৃষ্ণা স্টুডিওতে সোনু নিগমের অংশ রেকর্ড করা হয়েছে। শিলাদিত্য সরকার এই গানের মিক্সিং এবং মাস্টারিংয়ের বিষয়টা দেখেছেন।
আরও পড়ুন: 'জলদি আসছি...', ফের বড়পর্দায় বাপ - বেটা একসঙ্গে! কবে কোন প্রজেক্টে দেখা যাবে অমিতাভ - অভিষেককে?
পদাতিক প্রসঙ্গে
পদাতিক ছবিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন এপার বাংলা ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। অন্যদিকে মৃণাল সেনের স্ত্রীর চরিত্রে এখানে দেখা যাবে মনামী ঘোষকে। সত্যজিৎ রায় হিসেবে থাকবেন জিতু কমল। ছবিটির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। ইতিমধ্যেই এই ছবিটি নিউ ইয়র্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং সেখানে সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে।