দু-দিন আগেই পদ্ম-পুরস্কারের তালিকা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। সেই তালিকায় বাংলা তথা বাঙালির নাম উজ্জ্বল করেছেন অরিজিৎ সিং, মমতা শঙ্কররা। এর মাঝেই রবিবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক গায়ক সোনু নিগম। গায়ক বিস্ময়ের সুরে প্রশ্ন তুললেন কেন আজ পর্যন্ত কিশোর কুমার, অলকা ইয়াগনিক, শ্রেয়া ঘোষাল এবং সুনিধি চৌহানদের মতো শিল্পীদের পদ্ম-পুরস্কার থেকে বঞ্চিত রাখা হয়েছে। কেন মেলেনি প্রাপ্য সম্মান? আরও পড়ুন-‘তোমার সঙ্গে নতুন শুরু….’, নবনীতা অতীত! রহস্যময়ীর সঙ্গে কাশ্মীরে জিতু, ব্যাপারটা কী?
প্রাপ্য না পাওয়া নিয়ে মুখ খুললেন সোনু
ভিডিয়োতে সোনু বলেন, 'এমন দুজন গায়ক রয়েছেন যারা সারা বিশ্বে গায়কদের অনুপ্রাণিত করেছেন। আমরা তাদের মধ্যে একজনকে আমরা শুধু পদ্মশ্রী পুরস্কারে সীমাবদ্ধ রেখেছি, তিনি হলেন মহম্মদ রফি। অন্যজন তো পদ্মশ্রীও পাননি, তিনি কিশোর কুমার। মরণোত্তর পুরস্কার দেওয়া হচ্ছে, তাই না?'
তিনি আরও বলেন, 'বর্তমানে যাঁরা আছেন তাঁদের মধ্যেও অলকা ইয়াগনিকের এত দীর্ঘ এবং অসাধারণ ক্যারিয়ার ছিল, তিনি এখনও কিছুই পাননি। শ্রেয়া ঘোষাল, দীর্ঘদিন ধরে তাঁর প্রতিভা প্রমাণ দিয়ে চলেছেন। তাঁকেও সম্মানিত করা উচিত। সুনিধি চৌহান তাঁর অনন্য কণ্ঠ দিয়ে পুরো প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। তিনিও এখনও কিছু পাননি।
ভিডিওর শেষে গায়ক তাঁর ভক্তদের কাছে জানতে চান, সঙ্গীত, অভিনয়, বিজ্ঞান বা সাহিত্যের ক্ষেত্রের এমন কাঁরা আছেন যাঁদের এখনও যোগ্য হওয়া সত্ত্বেও পদ্ম-সম্মান থেকে বঞ্চিত থেকেছেন। ভিডিওটি শেয়ার করে সোনু ক্যাপশনে লিখেছেন, ‘ভারত এবং পদ্ম পুরস্কার থেকে বঞ্চিতরা'। সেই পোস্টে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শ্রদ্ধা পণ্ডিত মন্তব্য করেছেন, ‘যাক কেউ তো সত্যিটা বললেন’।
২০২২ সালে পদ্মশ্রী পেয়েছিলেন সোনু
২০২২ সালে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছিলেন। পুরস্কার গ্রহণের আগে বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনু জানান, তিনি প্রথমে বলেছিলেন, তিনি এই পুরস্কার গ্রহণ করতে পারবেন না। পদ্মশ্রী আহ্বানের প্রত্যাশায় তিনি একটি জবাবও প্রস্তুত করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে তিনি প্রতিক্রিয়া জানাবেন যে ‘আপনার কি মনে হয় না যে আমাকে পদ্মশ্রী দেওয়ার জন্য অনেক দেরি হয়ে গেছে?’ ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী। দীর্ঘদিন ধরে কিশোর কুমারকে ভারত-রত্ন দেওয়ার দাবি জানাচ্ছেন তাঁর ভক্তরা। যদিও আজ পর্যন্ত বাঙালি গায়কের কপালে পদ্মশ্রীও জোটেনি, তা রীতিমতো হতাশাজনক।
হিন্দিতে ১০ হাজারেরও বেশি গান গেয়েছেন সোনু নিগম। কন্নড়, ওড়িয়া, বাংলা, গুজরাটি, তামিল, তেলেগু, মারাঠি, নেপালি, মালয়ালম, কন্নড়, ভোজপুরি এবং অন্যান্য ভারতীয় ভাষায় গান গেয়েছেন সোনু।