'তেরি এক ছুনে সে জাগা, ইয়ে ক্যায়সা এহেশাস, প্যাহেলে তো মেহেসুস হুয়ি না, মুঝকো এয়সি প্যায়াস'। গানটি গাইছিলেন একজন মহিলা পুলিশ আধিকারিক। আর সেসময় তাঁর হাত ধরে গানটি সঙ্গে গাইছিলেন কিংবদন্তি সোনু নিগম। ওই মহিলা পুলিশ আধিকারিকের জন্য সেটা ছিল এক্কেবারেই ‘ফ্যান গার্ল মোমেন্ট’।
প্রিয় তারকার সঙ্গে, তাঁর হাত ধরে, তাঁরই গান গাওয়ার অনুভূতি ছিল স্বপ্ন ছোঁয়ার মতোই। আর তাই আবেগতারিত হয়ে পড়েছিলেন ওই পুলিশ আধিকারিক। চোখে জল এসে যায় তাঁর। তাঁকে সামাল দিতে তাঁর মাথায় হাত রাখেন গায়ক। জড়িয়েও ধরেন। ওই মহিলার চোখের জল মুছিয়ে দিতেও দেখা যায় সোনুকে। গান শেষে প্রিয় গায়কের সঙ্গে ছবিও তোলেন ওই পুলিশ আধিকারিক। তাঁকে বলতে শোনা যায়, ‘একদম মন থেকে চেয়েছিলাম, তাই ভগবান মিলিয়ে দিলেন।’
অনুরাগীর থেকে ভালোবাসা পাওয়ার এই সুন্দর এই মুহূর্তটি নিজেই সোশ্যাল মিডিয়ার পাতায় পোস্ট করেছেন সোনু নিগম। তাঁর পোস্ট থেকে জানা যাচ্ছে, ঘটনাটি ঘটে দিল্লিতে আয়োজিত নারী দিবসের এক অনুষ্ঠানের। সোনু লেখেন, ‘কখনও কখনও এমন বিশুদ্ধ ভিডিয়ো আপনাকে এতটাই ছুঁয়ে যায়, যে আপনি ভিডিও পোস্ট করার সময় আর কী লিখবেন তা বুঝতে পারেন না।’
এমন ভিডিয়ো দেখে সোনুকে ভালোবাসায় ভরিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘সত্যিই কী সুন্দর ব্যবহার! মন ভরে যায়।’ আরও একজন লিখেছেন, ‘সত্য়িই সুন্দর, এই জন্যই আপনি কিংবদন্তি।’ আরও এক সোনু অনুরাগী লিখেছেন, ‘কত সুন্দর মুহূর্ত, আমার ভাগ্যেও যদি এমন জুটত…’। কেউ আবার ওই মহিলা আধিকারিকের উদ্দেশ্যে লিখেছেন, ‘আপনি সত্যিই ভাগ্যবতী’। কেউ আবার এখানেও উদিত নারায়ণকে টেনে এনে লেখেন, ‘কই উনি তো উদিতজির মতো কাণ্ড ঘটালেন না…’। এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে।
প্রসঙ্গত, সোনুর সঙ্গে ওই পুলিশ আধিকারিক যে গানটি গেয়েছেন, সেটি নিশ্চয় কমবেশি প্রায় সকলেই শুনেছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন 'প্য়াহেলি প্যাহেলি বার বলিয়ে…'। গানটিরই একদম প্রথম দুটি লাইন এটি। ১৯৯৯ সালের অক্ষয় কুমার-প্রীতি জিন্টার সেই সেই সুপারহিট ছবি 'সংঘর্ষ'-এর গান এটি। যতীন-ললিতের সুরে গানটি গেয়েছিলেন সোনু নিগম। ছবির সঙ্গে সেসময় গানটিও সুপারহিট হয়েছিল।