অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে তার ডেবিউ করতে চলেছেন সঙ্গীতশিল্পী সোনু নিগম। প্রথম কোনও সঙ্গীতশিল্পী, যিনি একসঙ্গে ব্যাক টু ব্যাক দুটো শো করতে চলেছেন। ইতিহাসের নজির গড়লেন তিনি।
একজন সঙ্গীতশিল্পী হিসেবে তার সাড়ে চার দশকের কর্মজীবনে, সোনু নিগম পদ্মশ্রী সহ বেশ কয়েকটি খ্যাতি এবং পুরষ্কার জিতেছেন।এবার তিনি তার মুকুটে আরেকটি পালক যোগ করতে প্রস্তুত। আগামী ১০ইজুন, সোনু অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ সিডনি অপেরা হাউসে দুটি ব্যাক-টু-ব্যাক শোয়ে সঙ্গীত পরিবেশন।
আরও পড়ুন: (মাহিষ্মতী সাম্রাজ্যের বিশ্বস্ত যোদ্ধা! এবার মোদী হয়ে পর্দায় ফিরছেন 'বাহুবলী'র 'কাটাপ্পা' সত্যরাজ)
আসন্ন এই শো সমন্ধে জানতে চাওয়া হলে শিল্পী জানান, বর্তমানে তিনি ব্রিটেনে সফর করছেন, হিন্দুস্তান টাইমস কে তিনি জানান ‘এই অভিজ্ঞতার সঙ্গে আমি সাক্ষী হতে পারছি ভেবে আমি সত্যিই অভিভূত। ঈশ্বর বহু দশক ধরে আমার পরীক্ষা নিয়েছেন কিন্তু গত দুই বছর ব্যতিক্রমী এবং সুন্দর। ভালো গান থেকে শুরু করে আমি যে সব অনবদ্য কনসার্টে এসেছি, তা আমাকে খুব আবেগপ্রবণ করে তোলে। সিডনি অপেরা হাউসের মতো একটি মর্যাদাপূর্ণ ভেন্যুতে একদিনে দুটি শো করা, যেখানে দুটিই কনসার্টের এক মাস আগে বিক্রি হয়ে গেছে, তা কেবল ঈশ্বরের আশীর্বাদ।’
সোনু সাড়ে তিন ঘণ্টার মোট দুটি কনসার্ট করবেন। ‘এটি জীবনের একটি চ্যালেঞ্জিং অংশ। আমি একজন ওয়ান-ম্যান শো এবং আমি প্রতিটি শো-তে প্রচণ্ড ভালোভাবে গাওয়ার চেষ্টা করি। কিন্তু আমি ইদানীং লক্ষ্য করছি যে তিন ঘন্টার শোয়ের পরেও আমি অন্য শোতে যেতে পারি। সে কারণেই আমি একই দিনে দ্বিতীয় শোয়ের জন্য আমার সম্মতি দিয়েছি। আমার রেওয়াজ সহ সারা দিনে আমি প্রায় ৮ ঘণ্টা গানের অনুশীলন করে থাকি। আমি খুশি যে ঈশ্বর চান যে আমি এই চ্যালেঞ্জটি গ্রহণ করি,’ বলেছেন ‘সাওয়ারিয়া’ গায়ক৷
আরও পড়ুন: (হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল)
অপরদিকে একটি কাকতালীয় বিষয় হল যে সোনু নিগম এবং সিডনি অপেরা হাউস উভয়ই গত বছর ৫০ বছর বয়সে পরিণত হয়েছে। গায়ক জানান, ‘আমি ভেন্যুতে সম্পর্কে কিছু গবেষণা করার সময় এটি খুঁজে পেয়েছি। আমাদের দুজনেরই ৫০ তম বছরে দেখা হওয়া হয়তো ভাগ্যে ছিল। উদযাপনের জন্য অধীরে আগ্রহে অপেক্ষা করে আছি আমি।’