সোনু নিগম যে কত বড় মাপের গায়ক তা বলার অপেক্ষা রাখে না। তিনি তাঁর দীর্ঘ ক্যারিয়ারে অনেক ভালো ভালো গান উপহার দিয়েছেন শ্রোতাদের। তবে সম্প্রতি গায়ককে মঞ্চে কাঁদতে দেখা গিয়েছে। কিন্তু হঠাৎ মঞ্চে কেন এমন করলেন গায়ক? এই প্রসঙ্গে সম্প্রতি একটি ভিডিয়ো ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তিনি।
বেঙ্গালুরুর একটি কনসার্টে গায়ককে তাঁর জনপ্রিয় গান ‘মেরে ঢোলনা’ গাওয়ার সময় কাঁদতে দেখা গিয়েছে। ইনস্টাগ্রামে এই প্রসঙ্গে যে ভিডিয়োটি শেয়ার করেছেন তিনি, সেখানে গায়ক জানিয়েছেন যে, মঞ্চে এভাবে কাঁদবেন বলে তিনি আশা করেননি। তাছাড়াও ভিডিয়োটিতেই তিনি তাঁর কান্নার কারণ এবং গানের সুরে যে বিচ্যুতি হয়েছিল সেই বিষয়েও কথা বলেছেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োটিতে দেখা গিয়েছে সোনু নিগম মঞ্চে কার্তিক আরিয়ানের জনপ্রিয় ছবি ‘ভুল ভুলাইয়া ৩’-এর 'মেরে ঢোলনা শুন' গানটি গাইছেন। গানটি গাওয়া শেষ হলে গায়ককে মঞ্চেই কাঁদতে দেখা গিয়েছে। তারপর অবশ্য তিনি দর্শকদের ধন্যবাদও জানিয়েছেন। গায়কের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ঝড়ের গতিতে হয়েছে ভাইরাল। কিন্তু এমন ভাবে কেন আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি? তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করে গায়ক সেই প্রসঙ্গে নানা কথা ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন যে, এই গানে তাঁর সুরের কিছু ভুল হয়েছিল, কিন্তু তাও তাঁর শ্রোতা তা যেভাবে গ্রহণ করেছে তাতে দেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।
ভিডিয়োটি শেয়ার করে সোনু বলেন, ‘আজ, বেঙ্গালুরুতে আমার একটি অনুষ্ঠান ছিল। পারফর্মেন্সের পর, আমি শারীরিক এবং মানসিক ভাবে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে, আমি এতক্ষণ ঘুমিয়ে ছিলাম। আজ, বেঙ্গালুরু অনুষ্ঠানের পর, আমি বুঝতে পেরেছি যে কখনও কখনও কেউ যদি সঠিক ভাবে নাও গায়, তাঁর সুরেও যদি ভুল থাকে তাও কখনও কখনও এমন একটি পরিবেশ তৈরি হয় যে, শ্রোতারা তা মনপ্রাণ দিয়ে গ্রহণ করেন, তাঁর সঙ্গে একাত্ম হয়ে যান, এমনকী কাঁদতেও পারেন। আমি ঠিক করেছিলাম যে আমি গানটা গাইব না। কারণ গানটা গাওয়ার আগে কোনও মহড়া দেওয়া ছিল না। তাছাড়া ‘বিজুরিয়া’-এর মতো গানের পর, যেখানে এত নাচ, এত চিৎকার, তারপর আমি গাইতে পারব না বলেই ভাবছিলাম। কিন্তু তারপরও আমি গেয়ে উঠি। যদি আমি গানটা গাওয়ার সময় কেঁদে ফেলতাম, তাহলে গানটা পুরো গাইতে পারতাম না, তাহলে শ্রোতারা ভাবতেন আমি ইচ্ছে করে গানটা করলাম না।’
তারপর তিনি আরও জানান যে, পরের বার তিনি এই গানটি আরও ভালো ভাবে গাওয়ার চেষ্টা করবেন। তিনি বলেন, ‘আমার মা মারা যাওয়ার সময় আমি এভাবেই কেঁদেছিলাম। ২৮ ফেব্রুয়ারি ১২ বছর হবে। তারপর ৩-৪ বছর ধরে আমি মঞ্চে সবসময় কাঁদতাম।’ তাঁর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ভক্তরা ভালোবাসায় ভরে দিয়েছেন।