বাংলা নিউজ > বায়োস্কোপ > Sonu Nigam: মুম্বইয়ে কনসার্টে সোনুর উপর হামলা,বিধায়ক-পুত্রের বিরুদ্ধে FIR,ক্ষমা চাইল পরিবার

Sonu Nigam: মুম্বইয়ে কনসার্টে সোনুর উপর হামলা,বিধায়ক-পুত্রের বিরুদ্ধে FIR,ক্ষমা চাইল পরিবার

মিডিয়ার মুখোমুখি সোনু (ছবি-পিটিআই)

Sonu Nigam ‘attacked’ at Mumbai Event: অভিযুক্ত বিধায়ক পুত্র স্বপ্নিল ফাটারপেকারকে শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হবে, জানাল মুম্বই পুলিশ। 

সোমবার রাতে মুম্বইয়ের চেম্বুরে কনসার্ট চলাকালীন সোনু নিগমের সঙ্গে অভব্য আচরণ করেন স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলে। সোনুর সহকর্মীকে স্টেজের সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়, সোনুকে ধাক্কা মারা হয়! তাঁর চুল ধরে টানা হয়। এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর জেরেই এবার বিধায়ক প্রকাশ ফাটারপেকারের ছেলে স্বপ্নিলের বিরুদ্ধে এফআইআর রুজু করল চেম্বুর পুলিশ।

চেম্বুর জিমখানায় ‘চেম্বুর ফেস্টিভ্যাল’ চলছিল গত তিনদিন ধরে। সেখানেই সোনু নিগমকে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। অথচ নেমন্তন্ন পেয়ে গান গাইতে এসে বিভীষিকার মধ্যে দিয়ে গেলেন সোনু নিগম। সোমবার রাতেই গায়কের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ধারা (স্বেচ্ছায় আঘাত করার জন্য শাস্তি), ৩৪১ ধারা (অন্যায় ভাবে গতিরোধ করা), এবং ৩৩৭ (ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করে এমন কাজ করা)— ধারায় অভিযুক্তর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। গোটা ঘটনায় নিন্দার রব নেটপাড়ায়। অভিযুক্ত নিজেই অনুষ্ঠানের অন্যতম আয়োজক। 

মুম্বই পুলিশে ডেপুটি কমিশনার হেমরাজ রাজপুত জানান, ‘কনসার্ট শেষ হওয়ার পর ঘটনা ঘটে, সোনু এবং তাঁর সহকর্মীরা চলে যাচ্ছিলেন। স্বপ্নিলও সোনুর পিছু পিছু স্টেজের সিঁড়ি দিয়ে নামছিল। সে সোনুর খুব কাছে ঘেঁষার চেষ্টা করলে বাধা দেয় গায়কের সহকর্মী। এরপর স্বপ্নিল সোনুর দুই বন্ধু- রব্বানি খান এবং আরেক জনকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। দু-জনেই প্রায় পাঁচ-ছয় ফুট উঁচু সিঁড়ি থেকে সোজা মাটিতে পড়েন। খানের কাঁধে চোট লেগেছে। ওঁনাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। …. রাত ১.৩০ নাগাদ সোনু নিগম তাঁর বন্ধুদের নিয়ে থানায় পৌঁছান এবং নিজেদের বয়ান নথিভুক্ত করেন’।

খুব শীঘ্রই স্বপ্নিলকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং প্রয়োনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার। রব্বানি খানের এক্স-রে রিপোর্টে কোনওরকম চোট স্পষ্ট নয়, তবে কোনওরকম আভ্যন্তরীণ চোট-আঘাত আছে কিনা তা খতিয়ে দেখতে হবে, জানিয়েছে পুলিশ।

সোমবার গভীর রাতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সোনু বলেন, ‘শো শেষ হওয়ার পর, যখন আমার সহকর্মী হরিপ্রকাশ, রব্বানি খান, সায়রা মাকানি-সহ আমরা সবাই স্টেজ থেকে নামছি, এমন সময় হঠাৎ পিছন থেকে একটি ছেলে এসে আমাকে ধরে ফেলে। তার পর হরিপ্রকাশ সেই ছেলেটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে, সেই ছেলেটি হরিপ্রকাশজিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছেলেটি আমাকেও ধাক্কা দেয়। আমিও সিঁড়িতে পড়ে যাই। আমার চুল ধরে টানেন। আমার ম্যানেজার মরেই যেত।’

গোটা ঘটনার জন্য সোনুর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন স্বপ্নিলের দিদি সুপ্রদা ফাটারপেকার। তিনি নিজেও শিবসেনা কর্মী। গোটা বিষয়ে রাজনৈতিক রং লাগানোর চেষ্টার দরকার নেই বলেও জানান অভিযুক্তর দিদি। তিনি লেখেন, ‘চেম্বুর ফেস্টিভ্যালের আয়োজক হিসাবে সোমবার রাতে ঘটে যাওয়া অনঅভিপ্রেত ঘটনার নিয়ে আমি কিছু বিষয়ের উপর আলোকপাত করতে চাই। পারফরম্যান্স শেষে সোনু নিগম তড়িঘড়ি স্টেজ থেকে নামছিলেন, আমার ভাই ওঁনার সঙ্গে সেলফি তোলবার চেষ্টা করছিল। ভিড় আর উন্মাদনার মাঝে এমনটা একটা গোলমাল ঘটেছে’।

আরও পড়ুন-বিধায়কের ছেলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আমার সহকর্মীদের মেরেছে: সোনু নিগম

সুপ্রদা যোগ করেন, ‘সোনুদির চোট লাগেনি। আয়োজক সংস্থার তরফে আমরা আনুষ্ঠানিকভাবে সোনু নিগম এবং ওঁনার টিমের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য়। দয়া করে তাদের কথায় কান দেবেন না, যাঁরা এই ঘটনায় রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে’। 

আরও পড়ুন-লাল লেহেঙ্গায় কনের বেশে নিখিলের বাহুডোরে সৌরসেনী! প্রেম কি তবে প্রকাশ্য়ে?

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

চালিয়ে খেলে হাফ সেঞ্চুরি, কঠিন উইকেটে দাগ কেটে পরিতৃপ্ত যশস্বী আসুন, নিজেকে চিনুন! এখানে ক’টি ঘোড়া দেখতে পাচ্ছেন? উত্তরই বলে দেবে বুদ্ধির দৌড় 'দুর্গা' রাজনন্দিনীর পাশে 'মহাদেব' রোহন! অন্যান্য কোন চরিত্রে কাদের দেখা গেল? খলিস্তানির মামলার জের, মার্কিন আদালতে তলব ভারতীয় আধিকারিকদের, মুখ খুলল দিল্লি পরকীয়ার অভিযোগ তুলে মহিলাকে জুতোর মালা পরিয়ে ঘোরালেন মহিলারাই, গ্রেফতার ৫ 'মেয়ের খুনের কিছু আগেই...', সামনে এল CBI-কে লেখা চিকিৎসকের বাবার চিঠি সল্টলেকে পথচিত্রে দুর্গা দলিত হচ্ছেন মানুষের দ্বারা, পুজোর আগে বিতর্ক তুঙ্গে ১৫ দিনের এই শ্রাদ্ধ পক্ষে পিতৃদের প্রসন্ন করতে কী করবেন ব্যবসায়ীর থেকে ৯ কোটি তোলাবাজি, অপরহণের অভিযোগ! CID- র জালে TMC কাউন্সিলর 2 ওভার শেষে Pakistan Women-র স্কোর 12/0

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.