সদ্য মুক্তি পেয়েছে 'ভুল ভুলাইয়া-থ্রি'। যে ছবির জন্য 'হুক্কুশ ফুক্কুশ' গানটি গেয়েছেন কিংবদন্তি সোনু নিগম। গানের দৃশ্যায়নে পারফর্ম করেছেন কার্তিক আরিয়ান ও প্রায় ১০০০ বাচ্চা। কিছুদিন আগে ছিল সেই গানেরই লঞ্চ অনুষ্ঠান। যথারীতি সেখানে হাজির ছিলেন কার্তিক আরিয়ান, সোনু নিগমরা।
লঞ্চ অনুষ্ঠানেও গানটি লাইভে গান সোনু। ঠিক তখন তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন কার্তিক। সেই অনুষ্ঠানেরই একটি ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে কিছু বাচ্চাকে হঠাৎই দুই তারকার সঙ্গে দেখা করতে স্টেজে উঠে আসতে দেখা যায়। শুরুতে ২জন বাচ্চা সোনুর পায়ে হাত দিয়ে প্রণাম করে কার্তিকেও প্রণাম করেন। পরে স্রোতের মতো অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের স্টেজে উঠে আসতে দেখা যায়। তাঁরা সকলেই সোনু-কে এড়িয়ে কার্তিকের দিকে ছুটে যান। তাঁর সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। অভিনেতাও শিশুদের সঙ্গে হাসি মুখে পোজ দেন। সেসময় সোনুকে পাশে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
আরও পড়ুন-কবে দেখা যাবে কাঞ্চন কন্যা কৃষভির মুখ? উত্তর দিলেন নতুন মা শ্রীময়ী
এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় দেখে মোটেও খুশি হননি নেটপাড়ার বাসিন্দারা। তাঁরা অনেকেই হতাশ। এমন ঘটনায় খুশি হতে পারছেন না বহু নেটিজেন। একজন লিখেছেন, ‘খুবই দুঃখজনক, আজকের প্রজন্মের কাছে সোনু নিগম নেহাতই একজন প্লে-ব্যাক সিঙ্গার।’ আরও একজন লেখেন, ‘হায়রে বর্তমান প্রজন্ম!’ কারোর মন্তব্য, ‘খুবই খারাপ লাগল এটা দেখে, এই কারণেই বলে Gen du জেনারেশন।’
কেউ আবার লিখেছেন, ‘কিছু মনে করবেন না সোনু স্যার, আমাদের হৃদয় এখনও আপনার সঙ্গেই রয়েছে। ’কারোর কথায়, ‘এটা দেখে সত্যিই খারাপ লাগছে, তবে প্রত্যেক গায়ক-অভিনেতারই একটা সোনালী সময় থাকে। ওরা শিশু, বড় হলে নিশ্চয় বুঝবে। ওদের বোঝাতে হবে।’ কারোর মন্তব্য, ‘দুঃখের বিষয় যে আজকের শিশুরা আসল প্রতিভাকে চিনতে পারে না। সোনু নিগম একজন কিংবদন্তি এবং নতুনদের মতো পিআর করে ওনারা তারকা হননি।’ এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে।
আরও পড়ুন-যেন অশ্বমেধের ঘোড়া! দেশব্যাপী কত আয় করল ‘বহুরূপী’? কোথায় দাঁড়িয়ে ‘টেক্কা’ ও ‘শাস্ত্রী’?
যদিও পুরো বিষয়টি ভীষণই ভদ্রতার সঙ্গে সামলেছেন সোনু নিগম। কার্তিক আরিয়ানের প্রশংসা করে কিংবদন্তী গায়ক বলেন, 'কার্তিক সত্যিই বলিউডের একজন পরিশ্রমী অভিনেতা। পাল্টা কার্তিকও গায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সোনু নিগমের মতো কিংবদন্তির সঙ্গে কাজ করতে পেরে আপ্লুত।