বাংলা নিউজ > বায়োস্কোপ > Alka Yagnik: বিরল রোগে আক্রান্ত হয়ে শ্রবণশক্তি হরিয়েছেন অলকা, দ্রুত আরোগ্য কামনায় সহকর্মীরা

Alka Yagnik: বিরল রোগে আক্রান্ত হয়ে শ্রবণশক্তি হরিয়েছেন অলকা, দ্রুত আরোগ্য কামনায় সহকর্মীরা

শ্রবণশক্তি হরিয়েছেন অলকা, দ্রুত আরোগ্য কামনায় সহকর্মীরা

Alka Yagnik: সম্প্রতি জানা গিয়েছে, কানে সঠিকভাবে শুনতে পাচ্ছেন না অলকা ইয়াগনিক। বিরল স্নায়ুর রোগে আক্রাণ্ত হওয়ার খবর ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়াতে। 

সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানান, যে তিনি একটি বিরল স্নায়ুরোগে আক্রান্ত, যা থেকে তাঁর শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। এই খবর শোনার পরই হিন্দি সঙ্গীতজগতে তাঁর সহকর্মীরা ভেঙে পড়েছেন এবং দ্রুত আরোগ্য কামনা করেছেন গায়িকার। এর মধ্যে রয়েছে সোনু নিগম, ইলা অরুণ এবং শঙ্কর মহাদেবনের মতো দীর্ঘ সময়ের সহযোগী।

সোনু নিগম , যিনি ৯০ এবং ২০০০ এর দশকের বলিউড ছবিতে অলকার সঙ্গে অগণিত ডুয়েট গান গেয়েছেন, তিনি অলকার ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেছেন, ‘আমার মনেই হয়েছিল সব ঠিক নেই। ফিরেই তোমার সঙ্গে দেখা করব। দ্রুত সেরে ওঠো।’ সোনু এবং অলকা হোয়াট ইজ মোবাইল নম্বর (হাসিনা মান যায়েগি, ১৯৯৯), দিল মে জো বাত (রান ২০০৪), বাঁকে তেরা যোগী (ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি ২০০০), সুরজ হুয়া মাধাম (কভি খুশি কাভি) এর মতো স্মরণীয় গান গেয়েছেন।

অপরদিকে চোলি কে পিছে কেয়া হ্যায় শিল্পী ইলা অরুণ মন্তব্য করেছেন, ‘এটা শুনে খুব কষ্ট পেলাম। প্রিয়তম অলকা আমি তোমার ছবি দেখেছি এবং সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছি। তারপর আমি যা পড়লাম, এটি হৃদয়বিদারক। তবে আজকের সেরা ডাক্তারদের উপর ভরসা রাখো। তুমি ভালো থাকবে এবং শীঘ্রই আমরা তোমার মিষ্টি কন্ঠ শুনতে পাব। ভালোবাসা। সবসময় নিজের যত্ন নিও।’

গ্র্যামি পুরস্কার বিজয়ী গায়ক-সুরকার শঙ্কর মহাদেবন মন্তব্য করেছেন, ‘আপনার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি অলকাজি!! আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। অনেক ভালোবাসা এবং শুভকামনা (লাল হৃদয়ের ইমোজি)।’ শঙ্কর অলকার সঙ্গে ফারহান আখতারের দিল চাহতা হ্যায় (২০০১), লক্ষ্য (২০০৪), এবং করণ জোহরের ২০০৬ সালের রোমান্টিক ছবি কাভি আলবিদা না কেহনার মতো ছবিতে কাজ করেছেন।

অভিনেত্রী পুনম ধিলোনও অলকাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আপনার জন্য অনেক ভালবাসা এবং অনেক দোয়া ও আশীর্বাদ। আপনি শীঘ্রই নিজেকে সুস্থ করার জন্য এবং স্বাভাবিক হওয়ার জন্য সমস্ত শক্তি পাবেন।আপনাকে ভালোবাসা.’

গায়িকা নিজেই জানান নিজের এই রোগের কথা

পোস্টটি শেয়ার করে অলকা লিখেছেন, ‘আমার সমস্ত ভক্ত, বন্ধু, অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য। কয়েক সপ্তাহ আগে, আমি যখন একটি ফ্লাইট থেকে নামছিলাম, তখন হঠাৎ অনুভব করলাম যে আমি কিছুই শুনতে পাচ্ছি না। এই পর্বের কয়েক সপ্তাহ পর, আমি এখন আমার সমস্ত বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য এই পোস্ট। যারা জানতে চায় কেন আমি অ্য়াকশনে অনুপস্থিত।’ নিজের শরীরের আরও আপডেট দিয়ে অলকা লেখেন, ‘ভাইরাল আক্রমণের কারণে এটি একটি বিরল সংবেদনশীল স্নায়ুর সমস্যা। যার কারণে শ্রবণশক্তি হ্রাস রেয়েছে। এই আকস্মিক, বড় ধাক্কা আমার অজান্তেই শরীরে গ্রাস করেছে। আমি এটির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দয়া করে আপনারা আমার জন্য প্রার্থনা করবেন।’

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের মহাষষ্ঠী কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল বৃষ্টি থেকে রেহাই নেই ষষ্ঠীতেও, ৯ জেলায় কিছুটা বেশি বর্ষণ, পুজোর মধ্যেই কমবে? 'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.