Sonu Nigam Live In Kolkata: আর কিছু দিন পরেই প্রেম দিবস। ভ্যালেন্টাইনস ডে-এর আগে এবার শহরে আসছেন সোনু নিগম। তাঁর রোমান্টিক কন্ঠে ভালোবাসার আমেজে মেতে উঠবে কলকাতা। কলকাতার বুকে অ্যাকোয়াটিকায় আয়োজিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান।
খাঁটি বাংলায় কী বললেন সোনু নিগম
সম্প্রতি পুণের একটি লাইভ শো চলাকালীন হঠাৎই কোমরের কাছে চোট পান তিনি। স্টেজ থেকে নেমে যেতে দেখা যায় তাঁকে। পরে একটি ভিডিয়ো শেয়ার করে সেখানে বলেন, পেশিতে হঠাৎ খিঁচ ধরেছিল। প্রচণ্ড ব্যথায় বাধ্য হয়ে তিনি শো থামিয়ে দেন। তাঁর সুশ্রুষায় ছুটে আসেন অনুষ্ঠানের আয়োজনে থাকা ব্যক্তিরা। ভিডিয়োতে তাদেরও ধন্যবাদ জানিয়েছেন সোনু নিগম। সম্প্রতি কলকাতার অনুষ্ঠানের আগে সোনু নিগম খাঁটি বাংলাতেই জানিয়েছেন তাঁর আসার কথা—‘এবার আপনাদের ডাকে আসছি অ্যাকুয়াটিকায় ৯ ফেব্রুয়ারি, দেখা হবে!’
আরও পড়ুন - HT Exclusive: ভারত AI-র দারুণ বাজার! HT-র সাক্ষাৎকারে আর কী বললেন ওপেনএআই-এর সিইও স্য়াম অল্টম্য়ান
ঈর্ষণীয় কেরিয়ার যাঁর
নব্বইয়ের দশক সমসাময়িক সময়ের হিন্দি, বাংলা তথা ভারতীয় আরও নানা ভাষায় জনপ্রিয় গানের কন্ঠশিল্পী সোনু নিগম। নব্বইয়ের দশক থেকে সমসাময়িক বিভিন্ন সঙ্গীত পরিচালকের সুরে বহু জনপ্রিয় গান তাঁর কাছ থেকে উপহার পেয়েছে শ্রোতারা। সোনু নিগমর সঙ্গীত পরিচালকদের তালিকাও বেশ ঈর্ষণীয়। অনু মালিক, যতীন - ললিত থেকে আনন্দ-মিলিন্দ, এ.আর.রহমান, বিশাল-শেখর, শঙ্কর -এহসান-লয় কে নেয় সেই তালিকায়! পেয়েছেন পদ্মশ্রী সম্মান। বসন্তের আমেজে এক কন্ঠ ভরা গানের বসন্ত উপহার দিতে চলেছেন আগামী ৯ ফেব্রুয়ারি।
আরও পড়ুন - প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি বাড়ায় এইসব খাবার, বিপদ এড়ানোর উপায় জানালেন চিকিৎসক
কেমন সাড়া শহরে?
আয়োজক সংস্থা বেঙ্গল ওয়েব সলিউশনের প্রশান্ত সরকার জানাচ্ছেন, ‘খোলা মঞ্চে সোনু নিগমের অনুষ্ঠান সাম্প্রতিক অতীতে কলকাতায় হয়েছে বলে জানা নেই। অভাবনীয় সাড়া আসছে ফ্যানদের থেকে। শোয়ের আর মাত্র তিন দিন বাকি, আশা করছি ভালো দর্শক হবে।’ আরেক আয়োজক সংস্থা হোয়াইট লাইট ক্রিয়েশনসের আবীরা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, ‘শহর কলকাতার শ্রোতারা ওঁর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বসন্তের আমেজ গায়ে মেখে সোনু তাঁর সুরের জাদুর জাল বুনবেন।’