৩০ জুলাই, মঙ্গলবার ছিল মিউজিক মায়েস্ট্রো সোনু নিগমের জন্মদিন। ওই দিন প্রিয় গায়ককে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই নানান পোস্ট করেছেন। তাঁদের মধ্যে বহু তারকাও রয়েছেন। সোনুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এক অদেখা মুহূর্ত পোস্ট করেছেন বলিউডের এমনই এক নামী গায়িকা। কিন্তু কে তিনি?
গায়িকার পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে অল্পবয়সী সোনু নিগমকে। কালোর উপর সোনালী কাজ করা স্যুট পরে রয়েছেন তিনি। আর তাঁর ঠিক পাশেই দেখা যাচ্ছে ছোট্ট মেয়েটিকে। ফ্রক পরে দাঁড়িয়ে রয়েছে সে, ছোট ছোট চুল কাটা। ঠোঁটের কোণে তাঁর লেগে রয়েছে মৃদু হাসি। যে ছোট্ট মেয়েটিও এখন বলি গায়িকা। কয়েক বছর আগে বাংলা সারেগামাপা-র বিচারকের আসনেও দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু কে এই গায়িকা? এই খুদের ছবি দেখে চিনতে পারছেন?
তাহলে খোলসা করেই বলা যাক। ইনি হলেন আকৃতি কক্কর। যিনি কিনা বর্তমানে প্রতিষ্ঠিত প্লে-ব্যাক সিঙ্গার। সোনু নিগমের সঙ্গে ছোটবেলার এই ছবিটি পোস্ট করে আকৃতি লিখেছেন, ‘শুভ জন্মদিন সোনু নিগম। এই ছবিটা মার্কিন যুক্তরাষ্ট্রে যখন তোলা হয়েছিল তখন আমার বয়স ১১ বছর। কল্যাণজি আনন্দজির তরফে লিটল স্টারস-এর অংশ হিসেবে আমি ওঁর সঙ্গে একটা গান গাওয়ার সুযোগ হয়েছিল। তখন আমি খুব কমই জানতাম যে পরবর্তী জীবনে এই কিংবদন্তীকে ব্যক্তিগতভাবে জানার সৌভাগ্য আমার হবে। এই মহাবিশ্বের যা কিছু ভালো আছে তার মধ্যে আপনি সবচেয়ে ভালোটা পান, সেটাই কামনা করি।’
প্রসঙ্গত কিছুদিন আগে হিন্দি সারেগামাপা-র বহু পুরনো একটা ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে সঞ্চালক হিসাবে দেখা গিয়েছিল সোনু নিগমকে। আর প্রতিযোগী গায়িকা ছিলেন শ্রেয়া ঘোষাল।
প্রসঙ্গত, গত মঙ্গলবার ৫১ বছরে পা দিয়েছেন সোনু নিগম। সেদিন কেক কেটে নিজের জন্মদিন সেলিব্রেট করলেন শিল্পী, আর সেই সেলিব্রেশনে তাঁর সঙ্গী হলেন সঙ্গীতের সঙ্গে জুড়ে থাকা কিছু খ্যাতনামা ব্যক্তিত্ব। ছিলেন গীতিকার, কবি জাভেদ আখতার, গজল গায়ক অনুপ জালোটা, শঙ্কর মহাদেবন, অনু মালিক, পাপন, শান, সেলিম মার্চেন্ট সহ আরও অনেকে।
প্রসঙ্গত, মাত্র ৪ বছর বয়সে মঞ্চে উঠে গান গাইতে শুরু করেছিলেন সোনু নিগম। এরপর মাত্র ১৯ বছর বয়সে বলিউডে কেরিয়ার গড়ার জন্য মুম্বই চলে আসেন গায়ক।