এ যেন শেষ হয়েও হইল না থুড়ি হচ্ছে না শেষ! ১৪ জুলাই রিসেপশন অনুষ্ঠিত হয়ে গিয়েছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের। তাও তাঁদের বিয়ের একটার পর একটা ভিডিয়ো প্রকাশ্যে এসেই চলেছে। এই বিয়েতেই একাধিক বিদেশী গায়কদের সঙ্গে পারফর্ম করেছেন একাধিক দেশী শিল্পীরাও। এঁদের মধ্যে আছেন শ্রেয়া ঘোষাল, সোনু নিগম, হরিহরণ, প্রমুখ। কিন্তু তাঁরা পারফরমেন্সের আগে বা পরে ব্যাকস্টেজে বসে কী কী করেছেন জানেন কি? সেটারই ঝলক এদিন দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন সোনু নিগম।
অনন্ত-রাধিকার বিয়েতে ব্যাকস্টেজে ভরপুর মজা সোনু-শ্রেয়াদের
সোনু নিগম এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁকে সহ শ্রেয়া ঘোষাল, জনিতা গান্ধী, প্রমুখ বর্তমান যুগের শিল্পীদের দেখা যায়। তাঁরা যে ব্যাকস্টেজে বসেও বিশাল মজা করছিলেন সেটা ভিডিয়ো দেখে বেশ বোঝা যাচ্ছে। অন্যদিকে তাঁদের সঙ্গে বর্ষীয়ান শিল্পী যেমন হরিহরণ, উদিত নারায়ণদেরও দেখা যায়। তাঁরা সকলে মিলে একটি ব্যাকস্টেজ মজার ঝলক এই ভিডিয়োতে তুলে ধরেন।
শুধুই কি তাই? এদিন শ্রেয়া ঘোষাল, সোনু নিগমদের মঞ্চে হতে থাকা দিল সে গানের লাইভের সঙ্গে গলা মেলাতেও দেখা যায়। খালি গলায় শ্রেয়ার এই গান শুনে মুগ্ধ হয়েছেন নেটপাড়া। অন্যদিকে অন্ধকারে সেলফি তুলতে কারও সমস্যা হলে জনিতা গান্ধীকে ফ্ল্যাশ লাইট অন করে সাহায্য করতেও দেখা যাচ্ছে ভিডিয়োতে। এদিন ভিডিয়োতে নীতি মোহন, এআর রহমান, প্রমুখকেও দেখা যাচ্ছে।
এই ভিডিয়ো পোস্ট করে সোনু নিগম লেখেন, 'বিশ্ব স্টেজ দেখছে। কিন্তু আপনি আপনাদের দেখাব আমার বদমাশ পার্টির সঙ্গে ব্যাকস্টেজে কী চলছিল।' তাঁর এই পোস্টে শ্রেয়া ঘোষালকে মন্তব্য করতে দেখা যায়। কেবল শ্রেয়া নন, জনিতাও মন্তব্য করেছেন। তিনি লেখেন, 'এত গুণী শিল্পীদের সঙ্গে পারফর্ম করতে পেরে আমি ধন্য।' মন্তব্য করেছেন নীতি মোহনও।
আরও পড়ুন: অনন্ত-রাধিকার বিয়েতে রিলায়েন্স কর্মীদের বিশেষ উপহার আম্বানি পরিবারের! ডালিতে কী কী ছিল?
অনন্ত রাধিকার বিয়ে প্রসঙ্গে
অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্ট গত ১২ জুলাই বিয়ে করলেন। গত শুক্রবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল তাঁদের বিয়ের আসর। তিন দিন ধরে চলল বিয়ে। শুভ বিবাহ দিয়ে অনুষ্ঠান শুরু হওয়ার পর ১৩ জুলাই অনুষ্ঠিত হয় শুভ আশীর্বাদ অনুষ্ঠান। এবং মঙ্গল উৎসব বা রিসেপশন অনুষ্ঠিত হয় ১৪ জুলাই।