সোনু নিগমকে সম্প্রতি এ আর রহমানের কম্পোজ করা একটি গানের নিন্দে করতে শোনা গেল। শুধু তাই নয়, তিনি সেটাকে রীতিমত জঘন্য গানের তকমা দিলেন। প্রসঙ্গত এই গানটি গেয়েছিলেন তিনি নিজেই! ভাবছেন কোন গান? সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি যুবরাজ সিনেমার গান শানো শানো। এই অ্যালবামেই তিনি রহমানের কাজ করেছিলেন। কিন্তু গানটি তাঁর একেবারেই ভালো লাগেনি বলে এদিন জানিয়ে দিলেন।
কী জানিয়েছেন সোনু নিগম?
সম্প্রতি ও২ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে সোনু নিগম রহমানের সঙ্গে কাজ করার এবং শানো শানো গানটি গাওয়ার অভিজ্ঞতা ভাগ করে নেন। তিনি সেখানেই জানান যে তাঁর মনে হয় গানটা খুব একটা ভালো নয়। এমনকি এই বিষয়ে তিনি আর কথাও বলতে চাননি। এই অ্যালবামের বাকি গানগুলোর বিষয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে তাঁর মনে হয় এই ছবির গোটা অ্যালবামটাই অতি নিম্নমানের।
প্রসঙ্গত স্লামডগ মিলিয়নিয়ার ছবিতে ব্যবহৃত জয় হো গানটি এ আর রহমান সুভাষ ঘাইয়ের এই ছবি যুবরাজের জন্য বানিয়েছিলেন। কিন্তু তখন সেটা এই গানে ব্যবহৃত না হয়ে পরে ব্যবহৃত স্লামডগ মিলিয়নিয়ার ছবিতে ব্যবহৃত হয়। শুধু তাই নয়, এই গানটির জন্য অস্কার পান রহমান। জানা গিয়েছে জায়েদ খানের উগ্র চরিত্রের সঙ্গে এই গানটি বিশেষ যায়নি বলেই মনে করেছিলেন পরিচালক। তাই তিনি এটা তাঁর ছবিতে ব্যবহার করেননি। কিন্ত গানটির মধ্যে সম্ভাবনা দেখেছিলেন মিউজিক কম্পোজার তথা সঙ্গীত পরিচালক। তাই তিনি সেটাকে স্লামডগ মিলিয়নিয়ার ছবিতে ব্যবহার করেন।
জয় হো গানটির জন্য একটা না, দুটো অস্কার পেয়েছিলেন রহমান। ৮১ তম একাডেমি অ্যাওয়ার্ডসে রহমান এই গানটির জন্য সেরা অরিজিন্যাল গান এবং সেরা অরিজিন্যাল স্কোর পুরস্কার পান।