আইফা অ্যাওয়ার্ড আজকাল খবরের শিরোনামে। রাজস্ঠানের জয়পুরে শনি ও রবিবার ঘটা করে আয়োজন করা হয়েছিল এই অ্যাওয়ার্ড ফাংশনের। আর সংগীত ও অভিনয় জগতের বহু তারকাই জিতে নিয়েছেন পুরস্কার। তবে এবার আইফা ২০২৫ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল সোনুকে। অ্যাওয়ার্ড পাওয়া তো দূরের কথা, কোনো নমিনেশনই পাননি সোনু।
সোনুর পোস্ট আইফা নিয়ে:
সোনু মনোনীত গায়কদের নামের একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘ধন্যবাদ আইফা... সত্যিই তো আপনাদের রাজস্থানের আমলাতন্ত্রের কাছে জবাবদিহি করতে হত।’
সোনুর পোস্ট থেকে দেখা গিয়েছে ২০২৫-এর বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গারের নমিনেশনের তালিকায় নাম রয়েছে অরিজিৎ সিং, করণ আহুজা, বাদশা, দিলজিৎ সিং, জুবিন নাটিয়াল, মিত্রাজ-এর। আপনাদের বলে রাখি, এবছর সেরা গায়কের পুরস্কার জিতেছেন জুবিন নাটিয়াল। আর্টিকেল ৩৭০ থেকে তাঁর দুয়া গানটির জন্য জিতে নেন পুরস্কার।
সোনুর পোস্টে নেটিজেনদের প্রতিক্রিয়া:
সোনুর পোস্টে প্রচুর কমেন্ট করছেন তাঁর অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘আপনার কোনো পুরস্কারের দরকার নেই, আপনি নিজেই পুরস্কার’। একজন লিখেছেন, ‘আপনি আমাদের জন্য একটি পুরস্কার, আমরা আপনার কথা শুনতে পারি। খুব কম লোকই জানেন যে কীভাবে ঈশ্বর প্রদত্ত উপহারকে মূল্য দিতে হয়। আপনি নিজেই একটি পুরস্কার, স্যার’। একজন মন্তব্য করেছেন যে, ‘আপনি সংগীতের দেবতা, আপনি পুরষ্কার পান বা না পান তাতে কিছু যায় আসে না, আপনি এই পুরষ্কারের স্তরের অনেক উপরের একজন ব্যক্তিত্ব’। একজন লিখেছেন, ‘এগুলো সব ভুয়ো পুরস্কার স্যার, এটা নিয়ে চিন্তা করবেন না।’
রাজস্থানের মন্ত্রীর সঙ্গে বিবাদ সোনুর:
একই সঙ্গে কিছুদিন আগে রাজস্থানের মুখ্যমন্ত্রীর সঙ্গে সোনুর বিবাদের সঙ্গেও বিষয়টিকে যুক্ত করছেন ভক্তরা। আসলে, কিছুদিন আগে সোনুর একটি কনসার্ট ছিল রাজস্থানে। আর সেই কনসার্টে এসেছিলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী এবং যুব মন্ত্রী -সহ অনেক রাজনীতিবিদ। কিন্তু কনসার্টের মাঝখানে তাঁরা সেই স্থান ত্যাগ করায় বেশ রেগে যান সোনু। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ জাহিরও করেন।
তিনি সেই ভিডিয়ো পোস্ট করে লিখেছিলেন, ‘ভারতের সমস্ত সম্মানিত রাজনীতিবিদদের কাছে আমার একটি বিনীত অনুরোধ, দয়া করে কোনও শিল্পীর কোনও পারফরম্যান্সে উপস্থিত হবেন না, যদি আপনাকে হঠাৎ মাঝপথে উঠে চলে যেতে হয়। এটা শিল্প, শিল্পী এবং মা সরস্বতীর প্রতি অবমাননা করা হয়।’