বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সোনু সুদের সাক্ষাতের পরই আজ দিল্লি সরকারের তরফে এই ঘোষণা করা হয়৷
দিল্লির সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সোনু সুদ৷ বড়সড় চমক দিল দিল্লির আম আদমি পার্টি সরকার। করোনা অতিমারীর সময়কাল থেকে বিভিন্ন ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। শুক্রবার 'দেশ কা মেন্টরস' কর্মসূচির জন্য দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল নেতৃত্বাধীন আপ সরকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন তিনি। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সোনু সুদের সাক্ষাতের পরই আজ দিল্লি সরকারের তরফে এই ঘোষণা করা হয়৷
উদ্যোগ সম্পর্কে কথা বলতে গিয়ে, কেজরিওয়াল শিক্ষিত মানুষদের এগিয়ে আসতে এবং শহরের দরিদ্র ছাত্রছাত্রীদের সরকারি স্কুলে পড়াশোনা করানোর উদ্যোগ নিয়েছেন তাঁরা। সাংবাদমাধ্যমকে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, 'সরকারী স্কুলের কিছু ছাত্রছাত্রী অত্যন্ত নিম্নবিত্ত পরিবার থেকে আসেন এবং তাদের গাইড করার জন্য খুব কম লোক রয়েছে। আমরা শিক্ষিতদের কাছে এই শিশুদের জন্য পরামর্শদাতা হওয়ার আবেদন জানাচ্ছি। সোনু সুদ এই প্রোগ্রামের জন্য আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর'।
"Today, I have been given an opportunity to mentor lakhs of students. There is no greater service than guiding students. I am sure together we can & we will" - Sonu Sood pic.twitter.com/uLR5wOVkgM
সোনু সুদকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা নিয়ে অরবিন্দ কেজরিওয়াল আরও বলেন, ‘নিজের ব্যস্ত কর্মসূচি থেকে সময় বের করার জন্য সোনু সুদকে ধন্যবাদ৷ গোটা দেশের কাছে উনি অনুপ্রেরণা৷ সাহায্যের জন্য হাজার হাজার মানুষ ওঁনার দিকে তাকিয়ে থাকেন৷ এতগুলো সরকার মিলে যা করতে পারেননি, তিনি যেভাবে তা করে দেখিয়েছেন সেটা মিরাকেল ছাড়া কিছু নয়৷ তাঁর কাজ নিয়ে আমাদের মধ্যে দীর্ঘ বৈঠক হয়েছে এবং দিল্লি সরকারের কাজও ওঁনার সামনে তুলে ধরেছি’৷
এ বিষয় সোনু সুদ বলেন, ‘আজ, আমাকে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মেন্টর হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ছাত্রদের নির্দেশনা দেওয়ার চেয়ে বড় সেবা আর নেই। আমি নিশ্চিত একসঙ্গে আমরা পারব এবং আমরা করব’।
কেজরিওয়াল এবং সোনু সুদ দু-জনেই জানিয়েছেন, এদিন রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি। কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, ‘আমরা শুধু এই কর্মসূচি নিয়ে আলোচনা করেছি এবং সেখানে কোনও রকম রাজনৈতিক আলোচনা হয়নি’।