সোনু সুদ তাঁর অভিনয়ের পাশাপাশি বারংবার নিজের ব্যবহার এবং সামাজিক কাজকর্মের জন্য নজর কেড়েছেন। তবে এদিন তিনি নিজেকে রামের সঙ্গে তুলনা করতেই কটাক্ষের মুখে পড়তে হল তাঁকে।
আরও পড়ুন: 'গুলি করতে হল কেন?' কোটা আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ বাংলাদেশ, হাসিনার সরকারকে প্রশ্ন করে কী লিখলেন চঞ্চল - ফারুকি?
কী ঘটেছে?
এদিন সোনু সুদ তাঁর এক্স অর্থাৎ টুইটার নামে যা আগে পরিচিত ছিল সেখানে একটি ভিডিয়ো শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি থুতু দিয়ে রুটি বেলছেন। এই ভিডিয়ো শেয়ার করে এক ব্যক্তি লেখেন, 'এই থুতু দেওয়া রুটিটি সোনু সুদের কাছে পাঠানো হোক। ভ্রাতৃত্ব বজায় থাকবে।' এই ভিডিয়ো শেয়ার করতে গিয়েই কটাক্ষের মুখে পড়েন অভিনেতা।
সোনু এদিন পোস্টটি শেয়ার করে লেখেন, 'আমাদের শ্রীরাম যদি শবরীর এঁটো করা কুল খেতে পারেন তাহলে আমি কেন খেতে পারব না? হিংসাকে অহিংসা দিয়েই একমাত্র জেতা সম্ভব আমার ভাই। খালি মানবতা যেন অটুট থাকে। জয় শ্রী রাম।' এই পোস্টে নিজেকে রামের সঙ্গে তুলনা করেছেন বলেই নেটিজেনরা তাঁকে একহাত নিয়েছেন।
কে কী লিখেছেন?
এক ব্যক্তি এদিন লেখেন 'আরে ভাই কিছু তো লজ্জা শরম করো! অভিনেতা বলে যা খুশি বলবে নাকি! নিজেকে কার সঙ্গে তুলনা করছ জানো?' আরেকজন লেখেন, 'উনি প্রভু রাম। আপনি কি নিজেকে ঈশ্বর বলে মনে করছেন যে ওঁর সঙ্গে নিজের তুলনা করছেন!' আরেকজন লেখেন, 'তাহলে কি মানবতার খাতিরে আপনি আমার মল - মূত্র খেয়ে নেবেন? ন্যাকামোর একটা শেষ থাকে!'