বিপদে পড়া মানুষের প্রায় 'ত্রাতা মধুসূদন' হয়ে দাঁড়িয়েছেন সোনু সুদ। কেউ বিপদে পড়েছে, তাঁর আর্তি এই বলি-অভিনেতার কানে পৌঁছোনোটুকুর যা দেরি। কয়েক মুহূর্তের মধ্যে মুশকিল আসান করে দেওয়াটায় এখন সোনু সুদের কাজ। করোনা সংকটে যেভাবে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলেন সোনু, তাতে সমাজের সবস্তরের মানুষ তাঁর কাজের প্রশংসা করেছে। ঘরে পৌঁছে দেওয়া থেকে, খাবার জোগাড় করা, এমনকী কখনও কখনও কর্মসংস্থান পর্যন্ত খুঁজে দিয়েছেন সোনু।
সব সমস্যার সমাধান রয়েছে ‘মসিহা’ সোনু সুদের কাছে। সোশ্যাল মিডিয়ায় অধিকাংশই মানুষ যেমন সাহায্য চেয়ে সোনুর দরবারে হাজির হন,অনেকেই আবার বেশ কিছু অদ্ভূত দাবিও রাখেন এই রিয়েললাইফ সুপারম্যানের কাছে। আর তেমনটাই ঘটল ফের।
একটা মিম শেয়ার করে এক সোনু ভক্ত জানতে চায়, এই হাঁসফাঁসানি গরমে সোনু সুদ কোথায় রয়েছে? সেই মিমে লেখা রয়েছে, ‘শীতকালে যারা কম্বল বিতরণ করে, তাঁরা কি গরমকালে ঠাণ্ডা বিয়ার খাওয়াবে?’ এই টুইটের মজাদার জবাব দেন সোনু। লেখেন, ‘বিয়ারের সঙ্গে ভুজিয়া চলবে?’
সোনুর এই মজাদার জবাবে হেসেখুন নেটিজেনরা। একজন লেখেন, ‘সত্যি এটাকেই বলে সাহায্যে এগিয়ে আসা’। অপরজন লেখেন, ‘এমনি এমনি কি আর মসিহা হয়েছেন উনি’।
আপতত জনপ্রিয় টিভি শো, ‘রোডিজ’ সঞ্চালনার কাজে ব্যস্ত সোনু, রয়েছেন দক্ষিণ আফ্রিকায়। গত ১৮ বছর ধরে এই শো হোস্ট করেছেন রণবিজয় সিং, এবার সেই ভূমিকায় বলিউডের ‘ছেদি সিং’। বক্স অফিসে তারকার পরবর্তী রিলিজ ‘পৃথ্বীরাজ’। যশ রাজ ফিল্মসের এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার ও মানুষী ছিল্লার।