গরিবের 'মসিহা' বলা হয় তাঁকে। সেই সোনু সুদের বিরুদ্ধেই প্রতারণার অভিযোগে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে লুধিয়ানার একটি আদালত। লুধিয়ানার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর এই পরোয়ানা জারি করেছেন। এবার এবিষয়েই মুখ খুললেন অভিনেতা সোনু সুদ।
ঠিক কী বলেছেন সোনু?
জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করার খবর ছড়িয়ে পড়তেই সোনু লেখেন, ‘আমি কিছু বিষয় স্পষ্ট করে দিতে চাই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে খবর ছড়াচ্ছে তা অত্যন্ত চাঞ্চল্যকর। আমি বিষয়টি সোজা করে তুলে ধরতে চাই। মামলাটি আসলে তৃতীয় পক্ষের। মাননীয় আদালত আমাকের তৃতীয় পক্ষের এই মামলায় সাক্ষী হিসাবে তলব করেছিল। যার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক বা সম্পৃক্ততা নেই। আমাদের আইনজীবীরা প্রতিক্রিয়া জানিয়েছেন ১০ ফেব্রুয়ারি, ২০২৫-এ আমরা একটা বিবৃতি দেব যেটি কিনা এই মামলায় আমার জড়িত না থাকার বিষয়টি স্পষ্ট করবে।’
সোনু সুদ আরও লেখেন, ‘আমরা এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর নই বা কোনওভাবেই যুক্ত নই। এটা শুধু মিডিয়ার অহেতুক দৃষ্টি আকর্ষণের জন্য। এটা খুবই দুঃখজনক যে সেলিব্রিটিরা ক্রমাগত সফট টার্গেটে পরিণত হন। আমরা এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেব।’
আরও পড়ুন-'গিরগিটির'র মতো রং বদলাচ্ছেন সৌরভ, কোন অতীতকে লুকিয়ে তাঁর সঙ্গে জুড়লেন পায়েল?
লুধিয়ানা আদালতের নির্দেশে মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের ওশিওয়ারা থানার অফিসার ইনচার্জকে সোনু সুদকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।
ঠিক কী আদেশ দিয়েছে আদালত?
আদালতের আদেশে বলা হয়, 'সোনু সুদ, যাঁর ঠিকানা ৬০৫/৬০৬, কাসাব্লাঙ্কা অ্যাপার্টমেন্ট, তাঁকে যথাযথভাবে সমন পাঠানো হয়েছিল। তবে তিনি আদালতে হাজির হননি এবং তলব এড়ানোর চেষ্টা করেছেন। তাই তাঁকে গ্রেফতার করে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হল।'
প্রসঙ্গত, জানা যাচ্ছে, এই মামলায় মূল অভিযোগ সরাসরি সোনুর বিরুদ্ধে নয়। লুধিয়ানার এক আইনজীবী রাজেশ খান্না জালিয়াতির মামলাটি দায়ের করেন। তবে তাঁর অভিযোগ, মোহিত শুক্ল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ব্যক্তি ওই আইনজীবীকে একটি ভুয়ো বিনিয়োগ প্রকল্পে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করতে বলেছিলেন বলে দাবি। সেই জালিয়াতি মামলায় আদালতে সোনু সুদকে সাক্ষী হিসাবে তলব করেছিল। তবে অভিনেতা উপস্থিত হননি। তাই সোনুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এদিকে কাজের ক্ষেত্রে সোনু সুদকে শেষ দেখা গিয়েছে 'ফতেহ' ছবিতে। এই ছবির হাত ধরেই পরিচালক হিসাবেও সিনে দুনিয়ায় পা রেখেছেন সোনু।