বাংলা নিউজ > বায়োস্কোপ > সুপারম্যান সোনু সুদের ২২ বছর আগের লোকাল ট্রেনের পাস ভাইরাল,আবেগে ভাসছে নেটদুনিয়া

সুপারম্যান সোনু সুদের ২২ বছর আগের লোকাল ট্রেনের পাস ভাইরাল,আবেগে ভাসছে নেটদুনিয়া

সোনু সুদের ২২ বছর আগের ট্রেনের মাসিক টিকিট ভাইরাল সোশ্যাল মিডিয়ায় 

যিনি একসময় নিজে কষ্ট করেছেন, তিনি অন্য মানুষের কষ্টটা বুঝবেন সেটাই স্বাভাবিক, বলছে নেটদুনিয়া। 

এখন গোটা দেশের সবচেয়ে পছন্দের,সবচেয়ে ভালোবাসার মানুষটি হলেন সোনু সুদ। হাজার হাজার পরিযায়ী শ্রমিককে নিরাপদে ঘরে ফিরিয়ে 'ইন্ডিয়ার দিল' জিতে নিয়েছেন সোনু।'গরীরের সুপারম্যান', 'শ্রমিকদের ভগবান'-সোশ্যাল মিডিয়ায় এখন নানান নামে ডাকা হচ্ছে সোনু সুদকে। শুধু শ্রমিকদের ঘরে ফেরানোই নয় গত দু মাস ধরে নিয়মিত মুম্বইয়ের হাজার হাজার দুঃস্থ মানুষকে দুবেলা খাবার পৌঁছে দিচ্ছেন সোনু সুদ। সোনুর এই কাজে মুগ্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁকে ভারতরত্ন দেওয়ার দাবিও তুলছেন নেটিজেনদের একাংশ। 

এবার ভাইরাল হল দেশের এই প্রকৃত নায়ক' এর প্রায় দু দশক পুরোনো ট্রেনের মাসিক টিকিট ও রেলওয়েলর পাস।মাত্র ৪২০ টাকার ট্রেনের এই টিকিটই ভরসা ছিল আজকের এই সুপারহিরোর। দিন কয়েক আগে সোনু নিজেও বলেছেন মায়ানগরী মুম্বইয়ে তিনিও পরিযায়ী হয়েই এসেছিলেন। চোখে ছিল অভিনেতা হওয়ার স্বপ্ন। পঞ্জাবের একদম নিম্ম মধ্যবিত্ত পরিবারের ছেলে সোনু সুদ।সেখান থেকে মুম্বই এসে শহরতলিতে থাকতেন স্ট্রাগলর সোনু। ট্রেনে করেই  সেই সময় বরভালি থেকে চার্চ গেট যাতায়াত করতেন সোনু, চলত নিত্যদিন অডিশন দেওয়ার পর্ব। ১৯৯৭ সালে ইস্যু এই রেলের পাসে দেখা যাচ্ছে সোনুর বয়স  ২৪ বছর। এবং ট্রেনের টিকিটটি ১৯৯৮ এর মার্চ মাসের।

 এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এক নেটিজেন লেখেন, 'যিনি  একসময় নিজে কষ্ট করেছেন, তিনি অন্য মানুষের কষ্টটা বুঝবেন সেটাই স্বাভাবিক।' সেই টুইট রিটুইট করে সোনু সুদ লেখেন, 'জীবন আসলে একটা গোল বৃত্ত'।

পরিযায়ীদের জন্য সোনু সুদ যা করছেন তা সত্যি প্রশংসনীয়। ঘরের ছেলে সোনুর প্রশংসা করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও মুগ্ধ তাঁর দীর্ঘদিনের বন্ধু তথা অভিনেতা সোনুর এই মানবিক অবতার দেখে।

সোশ্যাল মিডিয়ায় এখন একটাই রব- 'ট্রেন থাক না থাক পরিযায়ীদের জন্য সোনু সুদ আছে'। শুক্রবারই কেরালার এরনাকুলামে আটকে থাকা ওড়িশার ১৬৭ মহিলা শ্রমিককে এয়ারলিফট করান সোনু। বিশেষ বিমানে নিরাপদে তাঁদের পৌঁছে দেন সুপারম্যান সোনু সুদ বাড়িতে।

বায়োস্কোপ খবর

Latest News

ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা আসন্ন নতুন বাংলা বছর ১৪৩০, নাকি ১৪৩১? পয়লা বৈশাখ কবে? রইল নববর্ষের খুঁটিনাটি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.