বলিউডের অতি পরিচিত মুখ তিনি। তাঁর অভিনয়ের গুণমুগ্ধ অনেক। তবে করোনাকালে তিনি রীতিমত গরীব, দুঃস্থ মানুষের মাসিয়াহ হয়ে উঠেছিলেন। নিজের সবটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন মানুষের পাশে থাকার জন্য। হয়ে উঠেছিলেন প্রকৃত হিরো। কোথাও কোথাও তো তাঁর মূর্তি বানিয়ে পুজোও করা হয়েছে। তাঁর নামে সন্তানের নাম রাখা বা দোকানের নাম রাখার মতো ঘটনাও ঘটেছে। আর এ হেন অভিনেতা সোনু সুদের কাছেই নাকি এসেছিল মুখ্যমন্ত্রী হওয়ার অফার! কিন্তু সেই সুযোগ তিনি নিজেই নষ্ট করেন। কেন ফেরালেন তিনি সেই সুযোগ?
আরও পড়ুন: 'ভোজপুরি তো হবে না', ইমনের পর এবার শ্রোতার আবদার খারিজ দিব্যাণীর! 'ফুলকি'র তারিফ গর্গর
আরও পড়ুন: 'সেটা কখনও ভোলবার নয়', মনমোহন সিংয়ের প্রয়াণে কোন অভিজ্ঞতার কথা মনে করে আবেগঘন হয়ে পড়লেন রূপম?
কী জানিয়েছেন সোনু সুদ?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সোনু সুদকে জিজ্ঞেস করা হয় তিনি কি রাজনীতিতে জ দেবেন? যেহেতু আকছার বলিউড অভিনেতাদের রাজনীতিতে আসতে দেখা যায়, তাই তাঁকেও এই প্রশ্ন করা হয়। যদিও এর জবাবে সোনু যা বলেন সেটা শুনেই চমকে যান সকলে। সোনু জানান, 'আমায় মুখ্যমন্ত্রীর পদের অফার দেওয়া হয়েছিল। কিন্তু আমি যখন সেটা গ্রহণ করতে অস্বীকার করি তখন উপমুখ্যমন্ত্রী হওয়ার কথা বলা হয়।' তিনি এদিন আরও জানান, 'ওঁরা সব দেশের নামি দামী ব্যক্তিত্ব। আমায় ওঁরা রাজ্য সভার সাংসদ হতেও বলেছিলেন।' ফলে কেবল মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী নয়, সাংসদ হওয়ার অফারও এসেছিল তাঁর কাছে। কিন্তু সবই তিনি নাকচ করে দেন। কিন্তু কোন দলের থেকে তিনি এই অফার পেয়েছিলেন সেটা জানাননি।
কিন্তু কেন তিনি এই অফার ফিরিয়ে দেন সেটা অবশ্যই স্পষ্ট করেছেন। জানিয়েছেন, 'মানুষ মূলত দুটো কারনে রাজনীতিতে যোগ দেয়, টাকা এবং ক্ষমতা। আমার কোনটার লোভ নেই। কোনটা নিয়েই আমার কোনও উন্মাদনা নেই। মানুষকে সাহায্য করতে হলে আমি তাতে আছে। সেটা আমি করছিও। আমি ওই অফার পেয়ে মানুষকে সাহায্য করার যে স্বাধীনতা এখন আমার আছে সেটা হারানোর ভয় পেয়েছিলাম। কোথাও কাউকে উত্তর দিতে হলে এখনের মতো স্বাধীনভাবে মানুষের সাহায্য করতে পারতাম না।'
আরও পড়ুন: 'আমার সন্তানকে বড় করতে অন্যের সন্তানকে ছোট করব না', ফের চাঁচাছোলা দেব! নাম না করে কী বললেন রাজকে নিয়ে?