বড় বিপদের মুখ থেকে বেঁচে ফিরল সুদ পরিবার। নাগপুর হাইওয়েতে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় জড়িয়ে পড়েন সোনু সুদের স্ত্রী সোনালি সুদ ও তাঁর ভাইপো। পরিবারের এক সূত্র সে খবর নিশ্চিত করেছে হিন্দুস্তান টাইমসকে, এবং এসেছে দুর্ঘটনার এক্সক্লুসিভ ছবি
সূত্রের মতে, সোনালি তাঁর বোন এবং ভাইপোর সঙ্গে সফর করছিলেন। ছিলেন গাড়ির ড্রাইভারও। তিনিও দুর্ঘটনায় আহত হয়েছেন। এই ঘটনা সোমবার রাতে (২৪ মার্চ) ঘটেছে। এবং সোনালি ও তাঁর ভাইপো বর্তমানে নাগপুরের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন।



সোনু সুদ দুর্ঘটনার খবর শুনে দ্রুত তাঁর স্ত্রীর কাছে ছুটে আসেন এবং গত রাত থেকে নাগপুরে রয়েছেন বলে, সূত্রটি জানায়। অভিনেতার মুখপাত্রও সংবাদটি নিশ্চিত করেছেন যে, অভিনেতা-পত্নী সোনালি একটি দুর্ঘটনায় জখম। তবে সোনুর সঙ্গ যোগাযোগ করা সম্ভব হয়নি।
হাসপাতালের চিকিৎসকরা রিপোর্ট করেছেন যে, সোনালি এবং তাঁর ভাইপোকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরবর্তী ৪৮-৭২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। তবে গাড়িতে থাকা সোনালির বোন গুরুতরভাবে আহত হননি, শুধু সামান্য আহত হয়েছেন।