বাংলা নিউজ > বায়োস্কোপ > খুনির ধর্ম বদলে শ্রদ্ধা-কাণ্ড ‘ক্রাইম পেট্রোল’-এ? বিতর্কের পর সাফাই চ্যানেলের

খুনির ধর্ম বদলে শ্রদ্ধা-কাণ্ড ‘ক্রাইম পেট্রোল’-এ? বিতর্কের পর সাফাই চ্যানেলের

বিতর্কের মুখে ক্রাইম পেট্রোল টিম

হিন্দু সহবাস সঙ্গীর হাতে খুন খ্রিস্টান প্রেমিকা! শ্রদ্ধা মার্ডার কেসের ছায়ায় তৈরি গল্পে অভিযুক্তের ধর্ম পালটে তোপের মুখে চ্যানেল কর্তৃপক্ষ। ক্ষমা চেয়ে এপিসোডের পরবর্তী ভাগ না দেখানোর কথা ঘোষণা সোনি টিভির। 

২০২২ সালে সাড়া জাগানো খুনের ঘটনা শ্রদ্ধা ওয়াকার মার্ডার কেস। দেশের রাজধানীতে সহবাস সঙ্গী আফতাব পুনাওয়ালার হাতে খুন হন ২৭ বছর বয়সী শ্রদ্ধা ওয়াকার। এই বহুল চর্চিত হত্যাকাণ্ডের ছায়া সম্প্রতি নজরে এসেছে ‘ক্রাইম পেট্রোল’-এর এপিসোডে। সেই নিয়ে বিতর্কের মুখো সোনি চ্যানেল কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ায় তুলোধনা শুরু হতেই বিবৃতি দিয়ে সাফাই পেশ করল চ্যানেল।

সোনি লিভ-এর টুইটার হ্যান্ডেলে একটি বিবৃতি পোস্ট করে চ্যানেল জানিয়েছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা এপিসোডটি সম্পূর্ণরূপে কাল্পনিক, এর সঙ্গে শ্রদ্ধা মার্ডার কেসের কোনওরকম সম্পর্কের কথা উড়িয়ে দিয়েছে চ্যানেল।

বিবৃতিতে লেখা রয়েছে, ‘কিছু দর্শক সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন ক্রাইম পেট্রোলের একটি সাম্প্রতিক এপিসোড সম্প্রতি সংবাদমাধ্য়মে আলোচিত একটি ঘটনা অবলম্বনে তুলে ধরা হয়েছে। এটি ঠিক নয়। ওই এপিসোড সম্পূর্ণরূপে কাল্পনিক, এবং ২০১১ সালের এক ঘটনার সঙ্গে ওই ঘটনার খানিক মিল রয়েছে’।

চ্য়ানেল কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়, ব্রডকাস্টিং অথোরিটির সবরমক নির্দেশিকা মেনেই তাঁরা কনটেন্ট তৈরি করেন। কোনও ধর্ম বা সম্প্রদায়েরে মানুষকে আঘাত করা তাঁদের উদ্দেশ্য নয়। ওই এপিসোড কারুর ভাবাবেগে আঘাত হেনে থাকলে ক্ষমা চেয়ে নেয় চ্যানেল, পাশাপাশি ওই এপিসোডের পরবর্তী অংশ সম্প্রচার না করবার কথাও জানানো হয়।

‘ক্রাইম পেট্রোল’-এর ওই এপিসোডে ‘আহেমদাবাদ-পুনে মার্ডার কেসে' যে গল্প উঠেছিল তার সঙ্গে শ্রদ্ধা মার্ডার কেসের অদ্ভূত মিল রয়েছে। তবে বিতর্ক তখন লাগাম ছাড়ায় যখন নেটিজেনদের নজরে আসে নির্মাতারা অভিযুক্ত সহবাস সঙ্গীকে হিন্দু হিসাবে তুলে ধরেছে। তাঁর চরিত্রের নাম মিহির। খ্রিস্টান প্রেমিকাকে খুন করে টুকরো টুকরো করে কেটে ফ্রিজে ভরে রাখে সে। ধর্ম পালটে

২০২২ সালের মে মাসে খুন হন শ্রদ্ধা। অভিযোগ শ্রদ্ধাকে খুন করবার পর সহবাস সঙ্গী তাঁর দেহ অন্তত ৩৫ পিস করে ফেলেছিল। এরপর সেই দেহ আফতাব বিভিন্ন জায়গায় ফেলে দেয়। তবে তার আগে দেহটি সে একটি ৩০০ লিটার ফ্রিজে রেখে দিয়েছিল। এরপর একে একে দেহাংশগুলিকে দিল্লি ও গুরুগ্রামের জঙ্গলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

বিয়ের পর বরের প্রথম জন্মদিন, অনুপমকে কোন বিশেষ উপহার দিলেন প্রশ্মিতা? RCB vs KKR, IPL 2024 Live: কোহলি দুর্গে নজরে গম্ভীর, লড়াই হবে শেয়ানে শেয়ানে ‘কষ্ট’ দূর করলেন মমতা! উপ-নির্বাচনে সায়ন্তিকাকে টিকিট দিল তৃণমূল, ভগবানগোলায় কে? নতুন ছবির কাজে কলকাতায় এলেন কাজল, সঙ্গী রণিত রায়! শ্যুটিং হবে বোলপুরেও ওষুধের দাম বৃদ্ধি, বেশি খরচ, বন্ধ সুযোগ- ১ এপ্রিল থেকে কী কী নিয়ম পালটে যাচ্ছে? ‘‌দেবাংশু বেড়ে পাকা, গাল টিপলে দুধ বেরবে’‌, চড়া সুরে আক্রমণ করলেন লকেট টাকা খেয়ে টেলিকম পলিসি বদলেছে সরকার, বিস্ফোরক মিম প্রধান ‘যখন আমি ডানা নিয়ে জন্মেছি, তখন হামাগুড়ি কেন দেব!’ কী বার্তা দিতে চাইলেন পিঙ্কি শীঘ্রই নক্ষত্র পরিবর্তন করবে শনি, ৪ রাশির বদলাবে সময়, কাজে আসবে গতি চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.