ম্যানে পেয়ার কিয়া, হাম আপকে হ্যায় কৌন, হাম সাথ সাথ হ্যায়, প্রেম রতন ধন পাও সিনেমাই সলমন খানের সঙ্গে একসঙ্গে কাজ করেছিলেন সুরজ বরজাতিয়া। সিনেমাগুলোর নাম দেখে বোঝাই যাচ্ছে, ভাইজানের কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে ছিলেন এই পরিচালক। তবে পেশাগত দিকের পাশাপাশি ব্যক্তিগত জীবনে সলমনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সুরজ, সেটাই জানা গেল সম্প্রতি একটি সাক্ষাৎকার দেখে।
সম্প্রতি কমল নেহতার পডকাস্ট অনুষ্ঠান গেম চেঞ্জার্স -এ উপস্থিত হয়েছিলেন সুরাজ বরজাতিয়া। অনুষ্ঠানটির সর্বশেষ পর্বে আমন্ত্রিত হয়েছিলেন পরিচালক। সিনেমা নিয়ে কথা বলতে বলতে ভাইজান প্রসঙ্গেও বেশ কয়েকটি কথা বলেন পরিচালক। পেশাগত এবং ব্যক্তিগত, উভয়দিকেই সলমন খানের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক তাঁর, সেটাই জানালেন তিনি।
আরও পড়ুন: ছিলেন পর্ণার সতীন-কাঁটা! প্রসেনজিতের হাত ধরে জি বাংলায় ফিরলেন প্রিয়াঙ্কা, কোন মেগায়?
ব্যক্তিত্বের দিক থেকে সলমন খানের সঙ্গে বিন্দুমাত্র মিল নেই পরিচালকের। চারিত্রিক দিক থেকে অমিল থাকা সত্ত্বেও কীভাবে এত গভীর সম্পর্ক তৈরি হলো জানতে চাওয়ায় পরিচালক বলেন, স্কুল থেকেই আমাদের বন্ধুত্ব শুরু। এক সময় আমার কোনও কাজ ছিল না, ও তখন বিজ্ঞাপনের কাজ করত। আমরা দুজনেই জানি না যে আগামী দিনে আমরা কোনও ছবি বানাব কিনা একসঙ্গে।
পরিচালক বলেন, কেরিয়ারের প্রথম দিকে আমি যখন সিনেমা পরিচালনা শুরু করি, তখন আমার পছন্দের নায়িকার সঙ্গেই ও কাজ করতে রাজি হয়ে যেত। কোনওদিন কোনও বিষয় ‘না’ বলেনি। পরিচালক হিসাবে বহুবার বহু প্রত্যাখ্যান পেয়েছি। এতকিছুর মধ্যেও বন্ধু হিসেবে সব সময় সলমনের হাত আমার কাঁধে ছিল।
আরও পড়ুন: ৩৬ পা দিয়েই মধ্যরাতে ৩ টি কেক কাটলেন মিমি! জন্মদিনে নিজের জন্য কী প্রার্থনা করলেন?
আরও পড়ুন: ‘আমরা পাকিস্তানি..’, সেক্স বিতর্কের মধ্যেই রণবীরের পরিচয় নিয়ে শুরু নয়া জল্পনা
প্রসঙ্গত, সুরজ বরজাতিয়ার হাত ধরেই প্রেম চরিত্রটি জনপ্রিয় হয়ে উঠেছিল। সলমন খানের কেরিয়ারের অন্যতম কান্ডারী হয়ে উঠেছিলেন সুরজ। যদিও বিবাহ সিনেমায় ভাইজানকে কাস্টিং করেনি সুরজ কারণ এই সিনেমায় যে সহজ সরল ছেলের দরকার ছিল, সেই ইমেজের সঙ্গে বিন্দুমাত্র মিল ছিল না সলমনের।
সুরজ সর্বশেষ পরিচালনা করেছেন ‘উচাই’ সিনেমায়। এই সিনেমায় তিন বৃদ্ধের আত্মবিশ্বাসের গল্প দেখানো হয়েছিল। সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, ড্যানি, অনুপম খের, বোমান ইরানি।