সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার মামলায় একধিক চক্রান্তের গল্প উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। সুশান্তের আত্মহত্যার কারণ খতিয়ে দেখতে একদিকে যেমন হিমসিম অবস্থা মু্ম্বই পুলিশের তেমনই এই নেটিজেনরা একের পর এক থিয়োরি নিয়ে হাজির হচ্ছেন। তেমনই এক তত্ত্ব হল অভিনেতা সুরজ পাঞ্চলি এবং সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিহানের সম্পর্ক। দিশা নাকি সুরজ পাঞ্চলির হবু সন্তানের মা হতে যাচ্ছিলেন-এমনই চাঞ্চল্যকর দাবি উঠে আসে ফেসবুকে। যদিও মুম্বই পুলিশ আগেই সুশান্ত ও দিশার মৃত্যুর কোনও যোগসূত্রের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। এই গোটা বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা সূরজ পাঞ্চলি। সূরজের দাবি দিশার সঙ্গে সম্পর্ক থাকা তো দূরে কথা, সুশান্তের মৃত্যুর আগে দিশার নামও শোনেননি তিনি। বম্বে টাইমসকে দেওয়া সাক্ষাত্কারে ‘হিরো’ অভিনেতা বলেন, দিশা কে আমি তাই জানি না,আমি জীবনে ওঁর সঙ্গে কোনওদিন দেখাই করিনি। সুশান্তের মৃত্যুর পর আমি প্রথম জানতে পারলাম ওর কথা।আমার ওঁদের পরিবারের কথা ভেবে খুব খারাপ লাগছে।কেউ ফেসবুকে জনপ্রিয়তা পেতে ছবির চিত্রনাট্য তৈরি করে যা খুশি তাই লিখে দিয়েছে-আর কী বলব! আমার সেই মেয়েটার পরিবারের কথা ভেবে বেশি খারাপ লাগছে, ওর বাবা-মা,ভাই-বোনেদের কথা কেউ ভাবল না একবার এইসব কথা লেখবার আগে,আমার চরিত্র নিয়ে টানাটানি করছে সেটা নয় ছেড়ে দিলাম কিন্তু সে আজ আমাদের মধ্যে নেই-ওর সঙ্গে এমন ব্যবহার কেন?
সূরজ পাঞ্চলি বলিউডে সলমন ঘনিষ্ঠ অভিনেতা বলেই পরিচিত। এমনকী জিয়া খানের আত্মহত্যার মামলায় সূরজের নাম জড়ানোর পরেও বলিউডে সূরজকে লঞ্চ করেছিলেন ভাইজান। বছর তিনেক আগে বি-টাউনে এখবর শোনা গিয়েছিল সূরজ পাঞ্চলির সঙ্গে কোনও এক পার্টিতে সুশান্তের কথা কাটাকাটি হয়েছিল এবং তারপর সূরজের পক্ষ নিয়ে সলমন রীতিমতো শাসন করেছিলেন সুশান্তকে। সেই অভিযোগও উড়িয়ে দেন সূরজ। বলেন,'আমার সঙ্গে সুশান্তের কোনদিন কোনওরকম ঝামেলা হয়নি।আর সলমন খানের এর সঙ্গে কেন যোগ থাকবে? ওঁনার কী অন্য কোনও কাজ নেই? আমার ব্যক্তিগত জীবনে উনি কেন দখল দেবেন? আমার সঙ্গে সুশান্তের তুলনা আসবে কেন, ও আমার চেয়ে সিনিয়ার এবং অনেক সফল অভিনেতা। আমাদের কোনও তুলনা নেই। আমাকে তো ছোটভাইয়ের মতোই দেখেছে,যখনই আমাদের দেখা হয়েছে। কখনও ফিল্ম বা ফিটনেস ট্রেনিং নিয়ে কথা হয়েছে। আমরা কখনই একে অপরের বাড়িতে যাইনি বা এমনও নয় খুব নিয়মিত ফোনে যোগযোগ ছিল কিন্তু এক ইন্ডাস্ট্রিতে কাজের জেরে সখ্যতা তো খানিকটা ছিলই’।
সূরজ আরও দাবি করেন, ২০১৭ সালে যখন সূরজের সঙ্গে তাঁর ঝামেলার খবর মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় তখন সুশান্তই প্রথম তাঁকে ফোন করেছিলেন। কী বলেছিলেন সুশান্ত? ‘ দেখ ভাই এই সব ফালতু আর্টিকেল নিয়ে মাথা ঘামাস না। তবে সলমন স্যার আমার উপর রেগে আছে এই বিষয়টা নিয়ে তুই দয়া করে একটু পরিষ্কার করে সত্যিটা জানিয়ে দিস। অন্তত আমার জন্য-খবরে বলা হয়েছিল আমার সঙ্গে নাকি দুর্ব্যবহার করেছে সুশান্ত-তেমন কিছু কোনদিন ঘটেনি। এরপর একজন কমন ফ্রেন্ডের বাড়িতে ডিনারে আমাদের দেখা হয়েছিল। রাবতার স্ক্রিনিংয়েও আমাকে ডেকেছিল সুশান্ত,আমি গিয়েওছিলাম। চার-পাঁচবার দেখা হয়েছে আমাদের।