হইহই করে সমস্ত সিনেমা হলে চলছে 'সূর্যবংশী'। হিসেবে বলছে, দেশের বক্স অফিসে মুক্তির প্রথম ১০ দিনেই ১৫০ কোটির গণ্ডি পার করে ফেলেছে এই ছবি। হল খোলা থাকলেও এখনও ১০০ শতাংশ দর্শক আসন ভরবার অনুমতি নেই, তা সত্বেও ছবির এই কালেকশন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তবে ইতিমধ্যে একাধিক সমালোচনার মুখেও পড়তে হয়েছে এই ছবিকে। তার মধ্যে অন্যতম ছবির গান 'টিপ টিপ বরসা পানি'। এবার সেই সমালোচনার বিরুদ্ধে মুখ খুললেন 'সূর্যবংশী'-র পরিচালক রোহিত শেট্টি স্বয়ং!
হইহই করে সমস্ত সিনেমা হলে চলছে 'সূর্যবংশী'। হিসেবে বলছে, দেশের বক্স অফিসে মুক্তির প্রথম ১০ দিনেই ১৫০ কোটির গণ্ডি পার করে ফেলেছে এই ছবি। হল খোলা থাকলেও এখনও ১০০ শতাংশ দর্শক আসন ভরবার অনুমতি নেই, তা সত্বেও ছবির এই কালেকশন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তবে ইতিমধ্যে একাধিক সমালোচনার মুখেও পড়তে হয়েছে এই ছবিকে। তার মধ্যে অন্যতম ছবির গান 'টিপ টিপ বরসা পানি'। এবার সেই সমালোচনার বিরুদ্ধে মুখ খুললেন 'সূর্যবংশী'-র পরিচালক রোহিত শেট্টি স্বয়ং!
|#+|
আসলে দীর্ঘ ২৭ বছর পর ফের সিলভার স্ক্রিনে ফিরেছে এই গান, এবার নায়িকা বদল হলেও নায়ক সেই একই। ‘সূর্যবংশী’র 'টিপ টিপ বরসা পানি'-তে ক্যাটরিনা কাইফের সঙ্গে রোম্যান্স করেছেন অক্ষয়। ১৯৯৪ সালে 'মোহরা' ছবিতে এই গানে দেখা গেছিল রুবিনা ট্যান্ডন এবং অক্ষয় কুমারকে। সেই সময়ে ও জনমানসে হিল্লোল তুলেছিল ওই গান। দর্শকদের একটি বড় অংশ মনে করছে 'সূর্যবংশী' ছবিতে সেই গানের এই রিমিক্স ভার্সনটি আসলটির ধারপাশেও ঘেঁষতে পারেনি।
সেই প্রসঙ্গে রেডিও জকি সিদ্ধার্থ কন্ননকে রোহিত সংযত স্বরেই জানিয়েছেন যে যেসব দর্শক-শ্রোতা মনে করছেন যে 'টিপ টিপ বরসা'-র রিমিক্স তৈরি করাটা উচিত হয়নি, তাঁরা তাঁদের জায়গায় একেবারে ঠিক। পুরোনো গানটিকে তাঁরা অসম্ভব ভালোবেসেছেন, তাই তাঁদের এই ধারণা হতেই পারে। তবে হ্যাঁ, নয়া প্রজন্মের কথাও তো ভাবতে হবে। আমি এর আগেও আমার ছবিতে বিখ্যাত গানের রিমিক্স করেছি। কিন্তু খেয়াল করে দেখবেন সেই একই গায়ককে দিয়েই গানটি গাইয়েছি। শুধু তাই নয়, অরিজিনাল গানের সেই পুরোনো সুরের স্বাদ যেন এই নতুনটির মধ্যেও খুঁজে পান দর্শক ও শ্রোতা, তারও কম চেষ্টা করিনি। এই গানের ক্ষেত্রেও একই কথা খাটে। পাশাপাশি আরও একটা কথা বলি, এও তো হতে পারে নতুন এই রিমিক্সটি শুনে নয়া প্রজন্মের শ্রোতা ও দর্শকরা পুরোনো 'টিপ টিপ বরসা' গানটিও দেখে নেবে। সেটাই বা মন্দ কি?'
বক্তব্য শেষে দৃঢ় গলায় তিনি জানিয়েছেন যে যাঁরা 'টিপ টিপ বরসা পানি'-র এই নতুনভাবে পরিবেশনার বিষয়টিকে পছন্দ করছেন না দেখে যেমন তাঁদের মোটেই ভুল বলা যাবে না, ঠিক তেমন যাঁরা আবার নতুনটিকে পছন্দ করেছেন তাঁদেরও উপেক্ষা করা চলবে না কিছুতেই।
প্রসঙ্গত, রোহিত শেট্টির কপ ইউনিভার্সের চার নম্বর ছবি ‘সূর্যবংশী’। সিংঘম, সিম্বার পর এবার সূর্যবংশী। এই ছবিতে আক্কির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ‘সিংঘম’ অজয় এবং ‘সি্ম্বা’ রণবীর সিং-ও। এই ছবির শেষে স্পষ্ট ইঙ্গিত রয়েছে শীঘ্রই সিংঘম সিরিজের তিন নম্বর ছবি নিয়ে ফিরবেন রোহিত শেট্টি।