কঙ্গনা রানাওয়াতকে কেন্দ্রের তরফে সিআরপিএফ দ্বারা বিশেষ নিরাপত্তা প্রদান করা হয়েছে এবং ফিল্ড ওয়ার্কের কারণে যেখানেই যান তিনি সেখানেই তাঁকে ফলো করেন এঁরা। সোমবার যখন কঙ্গনা নাচের ক্লাসের জন্য মুম্বই শহরতলির একটি অ্যাপার্টমেন্টে যান, তখন সেই বিল্ডিংয়ের এক তারকা কঙ্গনার দেহরক্ষীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। সেই সেলেব্রিটি আর কেউ নন সোফি চৌধুরী।
অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের মতে, কঙ্গনা লোকেশনে পৌঁছন এবং তাৎক্ষণিকভাবে নাচের ক্লাসে চলে যান, যা ওই বিল্ডিংয়েরই একটি অ্যাপার্টমেন্টে চলছিল। কঙ্গনার দেহরক্ষীরা ছিলেন বিল্ডিংয়ের লবি চত্বরে। আর তখনই অভিনেত্রী সোফি চৌধুরি সেখানে উপস্থিত হয়ে দেহরক্ষীদের পরামর্শ দেন যে, কঙ্গনার নাচের ক্লাস যে অ্যাপার্টমেন্টে পরিচালিত হচ্ছে হয় তাঁরা সেখানে যাক বা বিল্ডিং প্রাঙ্গনের বাইরে অপেক্ষা করুক। আরও পড়ুন: ক্যাটরিনাকে মেকআপ ছাড়া এরকম দেখতে লাগে! কমেন্ট না করে থাকতে পারলেন না সোনম
ভিডিয়োতে গার্ডতে উদ্দেশ্য করে সোফিকে বলতে শোনা যায়, ‘আপনাদের যদি তাঁকে অনুসরণ করতেই হয় তবে আপনাকে নাচের ক্লাসে চলে যান।’ এর উত্তরে গার্ডরা সোফিকে বলেন যে, অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য তাদের একটি অনুমোদনের প্রয়োজন হবে এবং সেই অনুমোদন পেলে তারা সেখানেও কঙ্গনাকে অনুসরণ করবেন। এর উত্তরে সোফি বলেন, ‘ঠিক আছে আমি ওর সঙ্গে কথা বলব।’ শুনে গার্ডের জবাব, ‘ওঁর সঙ্গে কথা বলার কোনও দরকার নেই।’ আরও পড়ুন: ‘আমার জিনিসকে কেউ দেখবে না!’, ভাইরাল হওয়ায় রেগে গেছে প্রেমিক, দাবি নন্দিনীর
এরপর কেন সোফি কঙ্গনার গার্ডকে বিল্ডিং প্রাঙ্গনের বাইরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছিলেন তা নিশ্চিত করা যায়নি, তবে প্রত্যক্ষদর্শীরা বিশ্বাস করেন যে ভবনের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ থেকেই এমনটা করেছেন তিনি। প্রসঙ্গত এই একই বিল্ডিংয়ে থাকেন মালাইকা আরোরাও।
প্রসঙ্গত, কঙ্গনাকে এরপর দেখা যাবে ‘এমার্জেন্সি’ সিনেমায়। এই ছবিতে শুধু অভিনয় আর পরিচালনা করছেন না, রয়েছেন প্রযোজনার দায়িত্বেও। ছবিতে কঙ্গনাকে দেখা যাবে ইন্দিরা গান্ধির চরিত্রে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী জানিয়েছেন, এমার্জেন্সি বানানোর জন্য নিজের সব সম্পত্তি বন্ধক রেখেছেন। আপাতত কঙ্গনা প্রস্তুতি নিচ্ছেন নটি বিনোদিনী-র চরিত্রে অভিনয়ের। হিন্দিতে ‘নটী বিনোদিনী’র বায়োপিক পরিচালনা করতে চলেছেন ‘মর্দানি’ পরিচালক প্রদীপ সরকার। কাহিনি লিখেছেন প্রকাশ কাপাডিয়া। সম্ভবত এই কারণেই নাচের প্রশিক্ষণ।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)