নাম সোফি টার্নার, পেশায় অভিনেত্রী। এদিকে সম্পর্কে তিনি প্রিয়াঙ্কার চোপড়ার জা, জোনাস পরিবারের বউ, জো জোনাসের স্ত্রী ছিলেন। তবে সবই এখন অতীত। ২০২৩ সালেই অভিনেতা-সংগীতশিল্পী জো জোনাসের থেকে বিবাহবিচ্ছেদের আবেদন করেন সোফি। তাঁদের বিচ্ছেদের খবরে অনেক অনুরাগীই হতবাক হয়েছিলেন। জো-এর সঙ্গে সোফির ৪ বছরের বিবাহিত জীবনে তাঁদের দুই সন্তানও রয়েছে। সম্প্রতি ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জো-কে বিয়ে ও বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন সোফি।
সাক্ষাৎকারে সোফি জানিয়েছেন, পপ তারকার সঙ্গে বিয়ের বিষয়টিই এখন তিনি সবথেকে ঘৃণা করেন। বিচ্ছেদের পর তাঁর দুই সন্তান জো-এর কাছে থাকার কারণে, তাঁকে 'খারাপ মা'-এর তকমা দেওয়া হয়েছিল, সেবিষয়েও মুখ খোলেন সোফি।
মা হিসাবে অপরাধবোধ
সোফি সাক্ষাৎকারে বলেন, তিনি তাঁর আসন্ন টিভি সিরিজ ‘জোয়ান’-এর শুটিং করছিলেন, তখনই তাঁর বিচ্ছেদ ও সন্তানদের নিয়ে নানান প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। যেখানে বলা হয়েছিল, তিনি একেবারেই ভালো মা নন। দুই সন্তানকে মার্কিন মুলুকে ফেলে আসার জন্য তাঁকে অপরাধীর তকমা দেওয়া হয়েছিল।
সোফির কথায়, ‘ওই দিনগুলো ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ কয়েকটা দিন। আমার মনে আছে, আমি সেটে ছিলাম, কারণ, আরও দুই সপ্তাহের জন্য আমাকে সেটে থাকার বিষয়ে চুক্তিবদ্ধ করা হয়েছিল, তাই আমি আমেরিকা যেতে পারিনি। আমার দুই মেয়ে (- উইলা ৩ এবং ডেলফাইন ১) স্টেটসে ছিল এবং আমি ওদের কাছে যেতে পারিনি কারণ আমাকে জোয়ানের শ্যুটিং শেষ করতেই হত। আর তখনই এই সব লেখা বের হতে লাগলো। এটা মা হিসাবে আমার কাছে খুবই বেদনাদায়ক। কারণ, মা হয়ে উঠতে আমি সত্যিই অনেক কষ্ট করেছি, সন্তানদের কাছে না যেতে পারার জন্য অনেক কষ্ট পেয়েছি। মা হিসাবে আমার এই অপরাধবোধ ভীষণভাবেই সত্যি। তাই এধরনের প্রতিবেদন দেখে আমি খুবই কষ্ট পেতাম। তখন শুধুই নিজেকে বুঝিয়েছি, যে এসব সত্যি নয়, তুমি সত্যিই একজন ভালো মা।’
প্রাক্তন স্বামী জো-এর সঙ্গে থাকার সময় জোনাস ব্রাদার্সদের মিউজিক ট্যুরে প্রায়ই সোফি টার্নার, প্রিয়াঙ্কা চোপড়া এবং ড্যানিয়েল জোনাসকে একসঙ্গে দেখা যেত। সোফির কথায়, সেসময় তাঁদেরকে শুধুমাত্র স্ত্রী হিসবেই পরিচয় দেওয়া হয়, যেটা তাঁর ভালো লাগত না। এমনকি জো নাকি তাঁকে কখনওই এমনটা অনুভবও করাননি বলে অভিযোগ করেছেন সোফি। সেসময় তাঁদেরকে একটা গ্রুপ হিসাবে উল্লেখ করা হত। যেটা তাঁর কাছে ঘৃণার বিষয় ছিল বলেও উল্লেখ করেছেন সোফি।
প্রসঙ্গত, সোফি, প্রিয়াঙ্কা এবং ড্যানিয়েল ছিলেন ‘সাকার’-মিউজিক ভিডিওর অংশ, যা জোনাস ব্রাদার্স ব্যান্ডের পুনর্মিলন হিসাবে দেখা হয়েছিল। হ্যাপিনেস বিগিন্স অ্যালবাম প্রকাশের পর, সোফি, প্রিয়াঙ্কা ও ড্যানিয়েলকে বিভিন্ন প্রতিবেদনে প্রায়শই জে-সিস্টার হিসাবে উল্লেখ করা হত কারণ তাঁরা প্রায়শই জোনাস ব্রাদার্স ব্র্যান্ডের সঙ্গে ঘুরে বেড়াতেন।
সোফি ও জো
সোফি ও জো ২০১৬ সালে ডেটিং শুরু করেন। ২০১৭ সালে তাঁদের বাগদান হয়। তারা ২০১৯ সালে লাস ভেগাসে তাঁরা বিয়ে করেন। ওই একই বছর ফ্রান্সে তাঁরা তাঁদের বিয়ের দ্বিতীয় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সোফি, স্বামী জোয়ের সঙ্গে থাকার জন্য ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক সিটিতে চলে আসেন। ২০২০ ও ২০২২ সালে তাদের দুটি কন্যা সন্তান হয়। ২০২৩ সালে জো-এর থেকে বিবাহ-বিচ্ছেদের আবেদন করেন সোফি। এর পরই সন্তানদের হেফাজত পাবে কে, তা নিয়ে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েন সোফি ও জো। চলতি বছরই সোফি বিচারককে তাঁদের বিবাহবিচ্ছেদ প্রক্রিয়ার নিষ্পত্তি ঘটাতে বলেছেন, যেটা এর আগে স্থগিত ছিল।, সম্পত্তি এবং শিশুদের হেফাজত বিষয়টিতে তিনি আর জো মধ্যস্থতার পথে হেঁটেছেন। তবে এতকিছুর পরও জো-কে সন্তানদের ভালো বাবা বলে উল্লেখ করেন সোফি।
এদিকে এই মুহূর্তে তিনি সিঙ্গল কিনা জানতে চাইলে সাক্ষাৎকারে সোফি জানান, তিনি ডেটিং করছেন।