২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় সুকেশ চন্দ্রশেখরের জন্যই নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্দেজের। কেরিয়ারের ‘কালো দাগ’ মুছতে ততপর নায়িকা। সুকেশের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ফাঁস হলেও, তাঁর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি শ্রীলঙ্কান সুন্দরী। ওদিকে জ্যাকলিনের পিছনে কোটি কোটি টাকা জলের মতো খরচ করেছেন সুকেশ। জেলবন্দি থাকলেও জ্যাকলিনকে উপহার দেওয়া বন্ধ হয়নি! ক্রিসমাসেই প্রেমের নেশায় বুঁদ সুকেশ জ্যাকলিনের জন্য কিনেছেন ফরাসি আঙুরের বাগিচা।
কখনও ঘোড়া, কখনও পারস্যের বিড়াল, কখনও প্রমোদতরী, কখনও প্রাইভেট জেটের টিকিট তো কখনও পশুদের চিকিৎসার জন্য হাসপাতাল—জ্যাকলিনের মন পেতে কী করেননি কনম্যান সুকেশ! কিন্তু এবার ক্ষমা চাইলেন জ্যাকলিনের প্রেমে পাগল এই অপরাধী।
জ্যাকলিন ফার্নান্দেজকে আরও একটি চিঠি দিয়ে নতুন বছর শুরু করেছেন সুকেশ। জেলে বন্দি সুকেশ প্রায়ই জ্যাকলিনকে চিঠি লিখে দাবি করেন, দু'জনের সম্পর্ক রয়েছে। অভিনেত্রী অবশ্য আদালতে দেওয়া বয়ানে নিজেকে প্রতারণার শিকার বলে উল্লেখ করেছেন। সুকেশ তার সর্বশেষ চিঠিতে, জ্যাকলিনের কাছে ক্ষমা চেয়েছেন এবং মিডিয়া এবং ভক্তরা কীভাবে তাকে 'অবসেসড' বলে সম্বোধন করেছেন তাও উল্লেখ করেছেন।
জ্যাকলিনকে লেখা সুকেশের নয়া চিঠি
জ্যাকলিনকে উদ্দেশ্য করে সুকেশ লিখেছেন, ‘২০২৫, এটা নবম বছর। যে বছর আমি তোমার জন্য আমার ভালবাসা প্রমাণ করতে যাচ্ছি এবং এই বিশ্বের সামনে আমাদের ভালবাসার জন্য বড় চমক নিয়ে হাজির হব, যারা ভাবে আমি অবসেসড, এবং আমাদের ভালবাসা উদ্বেগজনক’।
তারপরে তিনি লিখেছিলেন যে ‘এতে কোনও সন্দেহ নেই যে আমি তোমার প্রেমে পাগল।’ সুকেশ আরও লিখেছেন, 'তুমি সর্বদা যেমন বলো: ‘আমরা পুরানো স্কুল, এবং একজনকে সঙ্গীর প্রেমে অত্যধিক আচ্ছন্ন হতে হবে, যদি তুমি সত্যিই সেই ব্যক্তির জন্য ভালবাসা শব্দটি বোঝাতে চাও’। চিঠিতে সুকেশ প্রতিজ্ঞা করেছেন, 'তথাকথিত অপরাধের কোনও কাহিনিই যে সত্যি নয়', তা তিনি প্রমাণ করবেন।
এরপর জ্যাকলিনের আসন্ন ছবি 'ফতেহ'-কে উদ্দেশ্য করে সুকেশ বলেন, এটি দেখার জন্য তিনি আর অপেক্ষা করতে পারছেন না। সবশেষে জ্যাকলিনের কাছে ক্ষমা চেয়ে সুকেশ লেখেন, ‘বেবি গার্ল আবারও দুঃখিত যে তুমি যা কিছুর মধ্যে দিয়ে গিয়েছো। ২০২৫ সালে আমাদের সম্পর্কের একটি নতুন শুরু হতে চলেছে, আমি তোমাকে আমাদের এবং আমাদের ভালবাসার জন্য গর্বিত বোধ করানোর প্রতিশ্রুতি দিচ্ছি’।
সুকেশ ও জ্যাকলিন কীভাবে যুক্ত
২০১৫ সালে ২০০ কোটি টাকার প্রতারণার মামলায় সুকেশ চন্দ্রশেখরকে গ্রেফতার করা হয়েছিল। এরপর থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন। এরপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তে উঠে আসে জ্যাকলিন ফার্নান্ডেজের নাম। প্রতারকের দাবি, তিনি জ্যাকলিনের সঙ্গে প্রেম করছেন। দুজনের একসঙ্গে ফাঁস হওয়া অন্তরঙ্গ ছবিগুলি দেখে স্পষ্ট তাঁরা শুধু একে অপরকে চিনতেন না, বরং দুজনের ঘনিষ্ঠতাও ছিল। তবে জ্যাকলিন দাবি করেছেন যে সুকেশ তাকে ঠকিয়েছে, তাঁর অপরাধ সম্পর্কে মোটেই অবগত নন তিনি।