বাংলা নিউজ > বায়োস্কোপ > Srijit Mukherji New Movie: এক ডজন তারকা নিয়ে সত্যি-মিথ্যের বেড়াজালে আটক সৃজিত! রইল চরিত্রদের ফার্স্ট লুক

Srijit Mukherji New Movie: এক ডজন তারকা নিয়ে সত্যি-মিথ্যের বেড়াজালে আটক সৃজিত! রইল চরিত্রদের ফার্স্ট লুক

এক ডজন তারকা নিয়ে সত্যি-মিথ্যের বেড়াজালে আটক সৃজিত! রইল চরিত্রদের ফার্স্ট লুক

Srijit Mukherji New Movie: ‘এক রুকা হুয়া ফায়সলা’ অনুসরণে সৃজিত তৈরি করছেন তাঁর আসন্ন ছবি। কেন্দ্রে টলিপাড়ার ১২ জন দুঁদে অভিনেতা। 

থামতে জানেন না সৃজিত মুখোপাধ্যায়। পুরোদস্তুর ওয়ার্কোহলিক মানুষ, তাই তো টেক্কার প্রথম শেডিউল শেষ করেই ‘সত্যি বলে সত্যি কিছু নেই'-এর শ্যুটিং শেষ করে ফেললেন পরিচালক। বাসু চট্টোপাধ্যায়-এর জনপ্রিয় কোর্টরুম ড্রামা ‘এক রুকা হুয়া ফায়সলা’ অনুসরণে তৈরি হয়েছে এই ছবি। জানা গেছে, ছবির ওয়ার্কিং টাইটেল ‘সত্যি বলে সত্যি কিছু নেই', নাম এখনও চূড়ান্ত হয়নি।

আশির দশকে তৈরি ‘এক রুকা হুয়া ফায়সলা' আবার তৈরি হয়েছিল ইংরাজি নাটক ‘টুয়েলভ অ্যাংরি মেন’ অবলম্বনে। এক ডজন ‘অ্যাংরি ম্যান’ নিয়েই নিজের ছবির চিত্রনাট্য সাজিয়েছেন সৃজিত। ছবির বেশ কয়েকটি চরিত্রের ফার্স্ট লুস সামনে এসেছে বৃহস্পতিবার। বাকি ৬ সদস্যের লুক প্রকাশ্যে এল শুক্রবার।

এই ছবিতে দেখা মিলবে টলিউডের একঝাঁক দুঁদে অভিনেতাদের। কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অর্জুন চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রাহুল বন্দ্যোপাধ্যায় ও সুহোত্র মুখোপাধ্যায় থাকছেন ১২টি চরিত্রে।

সৌরসেনী-সুহোত্র ও কৌশিক সেনের লুক
সৌরসেনী-সুহোত্র ও কৌশিক সেনের লুক

জানা যাচ্ছে, এখনকার সমাজের প্রতিফলন উঠে আসবে সৃজিতের এই ছবিতে। সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসে সৃজিতের এই ছবির চরিত্ররা। মূল কাহিনিতে সেভাবে কোনও নারী চরিত্র নেই, তবে সৃজিতের ছবিতে নারীচরিত্র সবসময়ই আলাদা প্রাধান্য পায়। এই ক্ষেত্রেও তেমনটাই হতে চলেছে। সৃজিতের এই সোশ্যাল ড্রামায় বিভিন্ন আর্থ-সমাজিক স্তরের মানুষদের আমরা দেখব।

ঋত্বিক চক্রবর্তী, ফাল্গুনি চট্টোপাধ্যায় ও অনন্য়া চট্টোপাধ্যায়ের লুক
ঋত্বিক চক্রবর্তী, ফাল্গুনি চট্টোপাধ্যায় ও অনন্য়া চট্টোপাধ্যায়ের লুক

পরিচালক আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, ‘নানা মতামত, রাজনীতিক ভাবনা, সেক্সুয়াল ওরিয়েন্টেশন… সম্পূর্ণ সামাজিক স্পেকট্রামকে তুলে ধরার চেষ্টা করেছি’। টেক্কায় কাজ করার কথা থাকলেও শেষ মুহূর্তে বেরিয়ে আসেন পরমব্রত তবে এই ছবিতে ফের সৃজিতের সঙ্গে তাঁর যুগলবন্দি। উত্তেজিত নায়ক।

পরমের লুক ঘিরে হইচই
পরমের লুক ঘিরে হইচই

লাল পাঞ্জাবি, পরনে ধুতি, গলায় জড়ানো কাঁথা স্টিজ কাজের ওড়না। কানে বালি, চোখে কমলা ফ্রেমের চমশা। পরমব্রত লুক এবং শরীরি ভঙ্গি দেখে বোঝা যায় বিশেষ সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিত্ব এই ছবিতে করবেন নায়ক। শোনা যায়, এই ছবির জন্য একটা হিন্দি ছবির ডেট পিছিয়েছেন পরমব্রত। সৃজিতের চিত্রনাট্য় শুনেই হ্য়াঁ বলে দেন অভিনেতা।

ছবির লুকে অর্জুন চক্রবর্তী ও কাঞ্চন মল্লিক
ছবির লুকে অর্জুন চক্রবর্তী ও কাঞ্চন মল্লিক

সৃজিতের কথায়, ‘শুটিং শেষ। এমন সব দুর্দান্ত অভিনেতাদের সঙ্গে কাজ করতে গিয়ে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে অনন্যা ও সৌরসেনীর সঙ্গে এটা আমার প্রথম কাজ। পরমব্রতের সঙ্গেও অনেক দিন পর আবার কাজ করলাম। তাই বাড়তি উত্তেজনা রয়েছে।’

সব ঠিকঠাক থাকলে এই বছর শীতে মুক্তি পেতে পারে সৃজিতের এই ছবি। তবে সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

 

বায়োস্কোপ খবর

Latest News

লালবাগচার দর্শনে গিয়ে হেনস্থার শিকার অভিনেত্রী সিমরন! বললেন, ‘ধাক্কা দিয়ে…’ সংস্কারের পথে কালিম্পং-এর মর্গ্যান হাউস, পুরনো ঐতিহ্য বজায় থাকছে কি ধরনামঞ্চে হামলার চক্রান্ত, অডিয়ো ক্লিপের সূত্রে গ্রেফতার হলেন CPIM নেতা! পুজোর আগে চিন্তা দূর বাংলার বহু সরকারি কর্মীর, নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের অনুদান ফেরানো পুজো কমিটিগুলির ‘বন্ধু’ হতে চায় বিজেপি? প্রথম বলটা আত্মবিশ্বাসের সঙ্গে খেলবে- রোহিতের সেই কথা আজও ভোলেননি ধ্রুব জুরেল মেয়ের বয়সী তরুণীকে আটকে রেখে ২ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা রান্নাপুজোয় পাতে থাকবে না ইলিশ, মনখারাপ ছড়িয়েছে বাঙালির রান্নাঘরে ধেয়ে আসছে দুর্যোগের কালো মেঘ, কলকাতা থেকে মাত্র ১০০ কিমি দূরে গভীর নিম্নচাপ পুলিশ আমাকে ডেকেছিল, পুলিশই টাকা মিটিয়েছে, দাবি সেদিন শববাহী গাড়ির চালকের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.