ছোটপর্দার অতি পরিচিত নাম সৌমি চক্রবর্তী। এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'নিম ফুলের মধু'। সেই সিরিয়ালেই পর্ণার বেস্ট ফ্রেন্ড তথা চয়নের প্রেমিকার চরিত্রে দেখা যাচ্ছে ‘রুচিরা’ সৌমিকে। এর আগে ‘এই পথ যদি না শেষ হয়’-এর মতো মেগায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৌমি। নিজের লাভ লাইফ নিয়ে বরাবরই খোলামেলা সৌমি।
সম্প্রতি নিজের ‘মিষ্টি প্রেম’-এ সিলমোহর দিয়েছেন সৌমি। আগে অবশ্য ভালোবাসার মানুষকে ‘বন্ধু’র পরিচয়ই দিতেন। কিন্তু পুজোর মরসুমে খুল্লমখুল্লা অভিনেত্রী। কনটেন্ট ক্রিয়েটার পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন সৌমি। পৃথ্বীশের ইনস্টাগ্রামে ফলোয়ার্সের সংখ্যাও ২ লাখ ছুঁইছুঁই। বহুদিন ধরেই পৃথ্বীশের সঙ্গে পর্দার রুচিরার রোম্যান্টিক রিল থেকে দুজনের সম্পর্কের কথা অনুমান করেছিলেন অনুরাগীর। ধীরে ধীরে সত্যিটা প্রকাশ্যে আনেন দুজনে। আর প্রেমের ইস্তেহার দিতেই শুরু ট্রোলিং!
সম্প্রতি প্রেমিকের সঙ্গে একটি মিরর সেলফি পোস্ট করে সৌমি লেখেন- ‘মিষ্টি প্রেম তো সেগুলোই যেখানে ভালোবাসার মানুষ এবং বেস্ট ফ্রেন্ড একজনই হয়’। সেই ছবির কমেন্ট বক্সে এক নেটিজেন প্রাক্তন প্রেম নিয়ে খোঁচা দেন সৌমিকে। লেখেন, ‘আর কটা প্রেম করবে? এর আগে তো একটা মুসলিম ছেলেকে নিজের জীবন বলে দাবি করতে’। কটাক্ষ থেকে চুপ থাকতে পারেননি সৌমি।
অভিনেত্রী লেখেন, ‘শুনুন বন্ধুরা, শুধু শুধু কারুর সম্বন্ধে বলা ঠিক নয়। অনেকদিন থেকেই দেখছি এইরকম মন্তব্য আসছে। আজ জবাব দিতে বাধ্য হলাম। আমার যে প্রাক্তন প্রেমিক ছিল তার বিয়ে হয়ে গেছে। আর কোনও সম্পর্কে ব্রেক আপ হয়ে যাওয়া কিংবা সম্পর্কে চিট (ধোকা দেওয়া) করা মানে যে তার সম্পর্কে খারাপ কথা বলতে হবে, সেটা সবার ক্ষেত্র প্রযোজ্য নয়।’
কাতর স্বরে সৌমির অনুরোধ, ‘রিকুয়েস্ট করছি, পরের বার থেকে এসব কথা বলার আগে ভালো করে সবটা জেনে তারপর বলো’।
এর আগে শেহনওয়াজ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন সৌমি। পরস্পরের বাড়িতে যাতায়াত থেকে একসঙ্গে জন্মদিন কিংবা ইদের সেলিব্রেশন। সবই চলত জমিয়ে। কিন্তু বছরখানেক আগেই ভেঙে যায় সেই মাখোমাখো প্রেম। প্রাক্তনের সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত ছবি মুছে দেন সৌমি। এখন পৃথ্বীশের সঙ্গে নতুন স্বপ্ন সাজাচ্ছেন সৌমি।
ট্রোলিং-এর মাঝেও পৃথ্বীশের সঙ্গে নতুন রিল ভিডিয়ো পোস্ট করলেন সৌমি। সেখানে দুজনে গানে রোম্যান্সে মজে প্রেমিক জুটি।