বাংলা নিউজ > বায়োস্কোপ > আপাতত স্থিতিশীল করোনামুক্ত সৌমিত্র

আপাতত স্থিতিশীল করোনামুক্ত সৌমিত্র

সৌমিত্র চট্টোপাধ্যায়

অনুরাগীরাও আশায় বুক বাঁধছেন ; ফাইট ফেলুদা ফাইট।

আপাতত স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বিকালে বেলভিউ হাসপাতাল সূত্রে পাওয়া খবরে মিলেছে। তাঁর অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে। তবে এখনও তিনি সম্পূর্ণ সঙ্কটমুক্ত নন বলেই মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসরা। 

চোখ টানা খুলে রাখতে পারছেন বেশ তিনি। ডাকলেও সাড়া দিচ্ছেন। ঠিক ১৪ দিনের মাথায় গত বুধবার সন্ধ্যায় তাঁর কোভিড রিপোর্টও নেগেটিভ এসেছে। দু'ধরনের নতুন চিকিৎসাও শুরু করেছেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে খবর , তাঁর মাঝেমধ্যে বাইপ্যাপ সাপোর্ট লাগছে বটে তবে তা দিনে ছয় ঘন্টার বেশি নয়। বর্তমানে তাঁর শরীরে অক্সিজেন মাত্রা ৯৭%। আচ্ছন্ন ভাবও অনেক কমেছে। তবে সৌমিত্রের প্রস্টেটের পুরনো কর্কটরোগ ফিরে এসেছে। অবশ্য ফেলুদার চিকিৎসায় সাড়া দেওয়ার ফাইটব্যাক দেখে আশায় দিন গুনছেন চিকিৎসকরাও। জানা গিয়েছে, অভিনেতার শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা আগের মতো খুব একটা আর হেরফের হচ্ছে না। এমনকী ভেন্টিলেশনে দেওয়ার কোনও প্রয়োজন পড়ছে না এখনই।মানসিক অস্থিরতা কাটাতে মিউজিক থেরাপিরও সাহায্য নেওয়া হচ্ছে।

তবে অভিনেতার চিকিৎসার জন্য নিয়োজিত ১৬ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম কর বুধবার জানান, প্রথম থেকেই করোনা আসলে খুব একটা ঝামেলা পাকায়নি। বরং, করোনার সূত্রে মস্তিষ্কের যে সমস্যা (কোভিড রিলেটেড এনসেফালোপ্যাথি) তৈরি হয়েছে, তার প্রভাব নিয়েই আগাগোড়া চিন্তিত তাঁরা। তবে বুধবার থেকেই দেখা গিয়েছে, স্নায়বিক উন্নতির পাশাপাশি অশীতিপর অভিনেতার লিভার ও কিডনির ক্রিয়াকলাপ এবং রক্তে অ্যামোনিয়ার পরিমাণের মতো সূচকগুলিও রয়েছে নিয়ন্ত্রণে। হৃদযন্ত্রের কাজ, রক্তচাপ, শ্বাসপ্রশ্বাস, প্রস্রাব- সবই উন্নতির পথে।

সিওপিডি-র দীর্ঘ দিনের রোগী হওয়া সত্ত্বেও নভেল করোনাভাইরাস তাঁর ফুসফুসকে কাহিল করতে পারেনি। ৪৮ ঘণ্টায় তাঁর আর জ্বর আসেনি।কাজেই অনুরাগীরাও আশায় বুক বাঁধছেন ; ফাইট ফেলুদা ফাইট।

বায়োস্কোপ খবর

Latest News

৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.