ভূমি ব্যান্ডের অন্যতম ভোকালিস্ট হলেন সৌমিত্র রায়। তিনি আগেও একবার একটি পোস্টে জানিয়েছিলেন যে তিনি রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে কখনই হর্ন বাজান না। এবার সেই বিষয়ে আরও একটি পোস্ট দিলেন। জানালেন গত ১৫ বছরে তিনি একবারও হর্ন বাজাননি।
সচেতন নাগরিক হওয়ার বার্তা সৌমিত্র রায়ের
রাস্তাঘাটে যানজটে অনেকেই অকারণ হর্ন বাজাতে থাকেন। আর বলাই বাহুল্য এতে শব্দ দূষণ ঘটে। এই দূষণ খানিকটা কমানোর জন্য এক অভিনব পন্থা বেছে নিয়েছেন ভূমি ব্যান্ডের সৌমিত্র রায়। তিনি তাঁর গাড়ি নিয়ে রাস্তায় বেরোলে কখনও হর্ন দেন না। আর তাঁর সেই অভ্যেসের পনের বছর পেরিয়ে গেল।
আরও পড়ুন: 'খুব বিরক্ত লাগে', মধ্যরাতে মেজাজ হারিয়ে পোস্ট শ্রুতির! কাদের উপর চটলেন 'রাঙা বউ'?
আরও পড়ুন: 'আমি পলিটিক্সে...', রাজনীতিতে আসতে আগ্রহী রণদীপ? তবে কি এই লোকসভাতেই...
এদিন গাড়িতে বসে একটি ছবি পোস্ট করে সৌমিত্র রায় লেখেন, '১৫ বছর হর্ন ছাড়া। আমি ২০০৯ সালে একটি সেকেন্ড হ্যাঁ স্যান্ট্রো গাড়ি কিনে চালাতে শুরু করি। আর তখন থেকেই আমি ঠিক করি আমি হর্ন বাজাব না। কঠিন ছিল না ব্যাপারটা। খালি আমার ধৈর্যর পরীক্ষা করছিলেন। এরপর আমার দুর্ঘটনার পর ২০২০ সালে এই গাড়িটি কিনি। এখনও আমি হর্ন না বাজিয়েই গাড়ি চালাই। অনেকেই এটার জন্য আমায় ভ্যাঙায়। অনেকে আবার নকল করেন। আপনিও চেষ্টা করে দেখুন পারবেন।'
আরও পড়ুন: ঠিক যেন দম মারো দমের জিনাত! প্রকাশ্যে শ্রীলেখার আইটেম গার্ল লুক, অভিনেত্রীর নাচ দেখা যাবে কোন ছবিতে?
কে কী বলছেন?
অনেকেই সৌমিত্র রায়ের এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'হর্ন না দিয়ে গাড়ি চালানো একটা মানসিক শান্তি দেয়, গত ৫ বছরের বেশি আমি গাড়ি বাইক চালানোর সময় হর্ন দিই না, কোথাও যাওয়ার সময় একটু অতিরিক্ত সময় নিয়ে বেরোলে আর জ্যামের সময় ধৈর্য্য ধরে হর্ন না বাজিয়ে দেখুন খুব ভালো লাগবে, পরবর্তীকালে ওটাই অভ্যাস হয়ে যাবে, তখন অন্য কেউ অকারণে হর্ন বাজালে আপনার বিরক্তি আসবে। আমরা যারা গাড়ি চালানোর সময় হর্ন বাজাই না তারা বাকি বাহন চালকদের উদ্বুদ্ধ করার জন্য কি করতে পারি, শুধু ফেসবুক পোস্ট না করে যদি রাস্তায় নেমে কিছু করা যায় খুব ভালো হয়।' কেউ আবার লেখেন, 'আমি আবার একটু গানের তালে তালে হর্ন বাজাই। বেশ ভালোই লাগে ! এতে পাশের গলি দিয়ে যারা রকেটের মতো বেরোতে চায় তারা একটু স্লো হয়ে তালে তালে নেচে ওঠে । সেটা বেশ চোখের পক্ষে আরামদায়ক।' এক ব্যক্তি প্রশ্ন করেন, 'ব্লাইন্ড স্পটের টার্নিং এলে কী করবেন?'