বাংলা নিউজ > বায়োস্কোপ > Soumitrisha Kundu: চিরকুটে আসত প্রেমের প্রস্তাব, প্রথম দেখাতেই সৌমিতৃষার প্রেমে পড়েন এক ডাক্তার!

Soumitrisha Kundu: চিরকুটে আসত প্রেমের প্রস্তাব, প্রথম দেখাতেই সৌমিতৃষার প্রেমে পড়েন এক ডাক্তার!

সৌমিতৃষা কুণ্ডু

স্কুলপড়ুয়া মিঠাই-এর জীবনে এসেছে বহু রোম্যান্টিক প্রেম প্রস্তাব। কিছু কিছু তো আজও ভুলতে পারেননি নায়িকা। 

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় নায়িকা সৌমিতৃষা কুণ্ডু। মিঠাইরানির এক কথায় কোনও জবাব নেই। বাংলা টেলিভিশনের দুনিয়ায় নতুন নন সৌমিতৃষা, তবে মিঠাই-এর সুবাদে তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। আট থেকে আশি, সবাই মুগ্ধ মিঠাই-ম্যাজিকে। 

সৌমিতৃষার ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের মধ্যে অন্তহীন কৌতুহল। তাঁর বাস্তবজীবনের উচ্ছেবাবু কে? সেই জবাব জানতে চায় সকলে। তবে নায়িকার বারবার ঠোঁটে লেখে থাকে একই উত্তর, এখন কাজই তাঁর ধ্যান-জ্ঞান। পর্দার নায়ক আদৃত রায়ের প্রতি নাকি দুর্বল সৌমিতৃষা, এমনটাও রটনা রয়েছে। তবে সেইসব নেহাত গুজব বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের এক মজাদার ঘটনা ফাঁস করেছেন সৌমিতৃষা। 

স্কুলজীবনে প্রেমের প্রস্তাব পাবেন সুন্দরী সৌমিতৃষা, এ আর নতুন কথা কী! তবে পুুরো ঘটনা জানলে আপনি হয়রান হয়ে যাবেন। সৌমিতৃষা জানান, স্কুলে পড়াকালীন তাঁর কাছে ছোট ছোট চিরকুট আসতো। সেখানে প্রেমেমাখা বার্তা থাকত সৌমির জন্য, অথচ গার্লস স্কুলে পড়তেন অভিনেত্রী। বেজায় ঘাবড়ে যান অভিনেত্রী। অবশেষে তিনি ঠাহর করেন সৌমিতৃষার কোনও বান্ধবীর মারফত আসছে ওই চিরকুট। কে পাঠাচ্ছিলেন ওই চিরকুট তাও জানতে পেরেছিলেন নায়িকা। হেসে বলেন, ‘আমার এই প্রোপোজালটা বেশ ইন্টারেস্টিং লেগেছিল’। 

ইন্টারেস্টিং প্রেম প্রস্তাব পাওয়ার শেষ এখানেই নয়। এক ডাক্তার মন দিয়ে ফেলেছিল স্কুল পড়ুয়া মিঠাইরানিকে। অভিনেত্রী জানান, ওই ছেলেটি কলকাতায় থাকতো কিন্তু কোনও কাজে বারাসাতে আসে এবং সৌমিতৃষাকে দেখেই প্রেমে পড়ে যায় সে। সৌমিতৃষার টিউশন ব্যাচ পর্যন্ত পৌঁছে গিয়েছিল সে। বান্ধবীদের চকোলেট খাইয়ে সৌমিতৃষার ফোন নম্বর হাতায় সেই প্রেমিক ডাক্তার। ‘সিঙ্গল’ সৌমিতৃষাকে পটানো মুশকিল হবে না আশ্বাস দিয়েছিল বান্ধবীরা। কিন্তু কোথায় কী! অবস্থা বেগতিক দেখে শুরুতেই তাঁর নম্বর ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নেন সৌমি। যদিও কেমনভাবে সৌমির নম্বর জোগাড় করেছিল সেই ডাক্তারবাবু, তা জেনে হেসে ফেলেন অভিনেত্রী। 

 

 

বন্ধ করুন