সরস্বতী পুজোতে দেবের সঙ্গে ছবি দিয়েছেন সৌমিতৃষা। যা দেখে ভক্ত মনে প্রশ্ন শ্বেতার মতো তাঁকেও কি দেখা যেতে চলেছে দেবের কোনও ছবিতে?
1/5সরস্বতী পুজোতে দর্শকদের প্রিয় মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু সেজেছিলেন বাসন্তী রঙের শাড়িতে। খোলা চুল, টিপটপ সাজ, কপালে ছোট্ট চিপ, কানে দুল। সৌমির থেকে চোখ ফেরানোই দায়। সোশ্যাল মিডিয়ায় সরস্বতী পুজোর যে ছবিগুলি তিনি দিয়েছেন তা ইতিমধ্যেই ভাইরাল।
2/5একটি ছবিতে সৌমিতৃষাকে দেখা গেল দেবের সঙ্গে। পাশে রোহন ভট্টাচার্য। এই ছবি দেখেই অনেকের মনে প্রশ্ন দেবের সঙ্গে কী করছেন সৌমি। তবে কি রয়েছে ভালো কোনও খবর। যেভাবে নিজের সিনেমায় শ্বেতাকে চান্স দিয়েছেন, সেভাবে কি বড় পরদায় আসবেন দর্শকদের প্রিয় মিটাই-ও?
3/5গাড়িতে জানলার ধারে একটা ছোট্ট ভিডিটো পোস্ট করেছেন সৌমিতৃষা ইনস্টা-স্টোরিতে। ক্যাপশনে লেখা ‘মুড’। রাতের কলকাতার আলো-আঁধারিতে বেশ লাগছে কিন্তু!
4/5মিঠাই-কে সদ্য দেখা যাবে সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালেতেও বিশেষ অতিথি হয়ে। কালো-সোনালি রঙের এই থ্রি পিস পরে গিয়েছিলেন সেটে। ইতিমধ্যেই এসে গিয়েছে শ্যুটিং। আপাতত অনুরাগী মনে প্রশ্ন, শোনা যাবে না কি গ্র্যান্ড ফিনালের রাতে সৌমিতৃষার গলায় দু' কলি গান?
5/5যদিও সৌমিতৃষাকে আপাতত ‘মিঠাই’ ধারাবাহিকে দেখা যাচ্ছে মিঠি চরিত্রে। মিঠাই কোথায় গিয়েছে সেটাই বড় রহস্য। মিঠি কি মিঠাই, সেটাও জানা নেই। টিআরপি কমতে থাকায় ২০২২-এর শেষের দিকে এসেই প্রাইম স্লট হাতছাড়া হয়েছে। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় তো দশ নম্বরে গিয়ে ঠেকেছে র্যাঙ্কিং। আপাতত সবার দাবি, অনেক হয়েছে রহস্য। জলদি ফিরে আসুক মিঠাই। সকলে দেখতে চায় মিঠাই-সিডের রোম্যান্স।