খুব জলদি ছোট পর্দার দুই নায়িকা পা রাখতে চলেছে বড় পর্দায়। এর আগে ঋতাভরী, মিমি, ইশা, ঐন্দ্রিলাদের দর্শক দেখেছে ছোট পরদা ছেড়ে বড় পর্দায় একের পর এক হিট দিতে। এবার পালা আরও দুই নতুন মুখের। জিতের সঙ্গে টলিউডে ডেবিউ করছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। আর দেবের নায়িকা হচ্ছেন সৌমিতৃষা কুণ্ডু।
দেবচন্দ্রিমার ‘সাহেবের চিঠি’ শেষ হয়েছে বেশিছু মাস আগেই। ‘মিঠাই’ শেষ হয়েছে সদ্য সদ্য। আর ধারাবাহিক শেষ হওয়ার আগেই মেগার নায়িকা সৌমিতৃষা কুণ্ডুর টলি ডেবিউ-র খবর সামনে আসে। জানা যায়, দেবের নায়িকা হতে চলেছেন তিনি। শুভেচ্ছার বন্যা বয়ে গেলেও, কটাক্ষও কম শুনতে হয়নি সৌমিকে। অনেকেই পোস্ট করতে থাকেন সামাজিক মাধ্যমে, ‘দেবের পা চেটে’ কাজ পেয়েছেন।
এসবের মাঝেই খবর আসে দেবচন্দ্রিমার জিতের ব্যুমেরাং দিয়ে টলি ডেবিউর। এই সিনেমায় জিৎ আর রুক্মিণীর জুটির সঙ্গে আরও একটা জুটি থাকবে। আর সেটা হল সত্যম ভট্টাচার্য আর দেবচন্দ্রিমা। সেই খবরের সঙ্গেই রটে যায়, সৌমিতৃষার হাত থেকে সরে এই কাজ গিয়েছে দেবচন্দ্রিমার হাতে। সত্যি কি তাই। মিঠাই রানির হাত থেকে কেন চলে গেল জিতের ছবিতে কাজের সুযোগ? মুখ খুললেন অভিনেত্রী।
সৌমিতৃষা এই সময়কে জানান, ‘আমাকে সরিয়ে দেবচন্দ্রিমাকে নেওয়া হয়েছে বিষয়টা এমন নয়। আসলে আমার কাছে যখন এই সিনেমায় কাজের অফার আসে তখন আমি ব্যাক পেইনে ভুগছি। তাই আমার পক্ষে কাজটা করা সম্ভব হয়নি। মিঠাইয়ের কাজটা ওইভাবেই করেছি। পরেরদিকে তো মিঠাই থেকেও ছুটি নিতে হয়েছিল।’
প্রসঙ্গত, চিকিৎসকরা সেই সময় ১৪ দিনের বেডরেস্টের পরামর্শ দিয়েছিলেন সৌমিতৃষাকে। তিনি ১২ দিন ছুটিও নেন। যদিও মিঠাই বন্ধ হয়ে যাওয়ার খবরে লাস্ট দু দিনের শ্যুটে যোগ দিতে দিন দশেকের মাথায় কাজে ফিরতে হয়েছিল।
মিঠাই আরও বলেন, ‘প্রধান ছবির শ্যুট অগস্ট থেকে শুরু হবে। একটু বিশ্রাম নিয়ে কাজটা করব। ব্যুমেরাং-এর শ্যুট জুন থেকেই শুরুর কথা ছিল। তখন দেবচন্দ্রিমাকে নির্বাচন করা হয়। বিষয়টাকে যেন ভুলভাবে উপস্থাপন করা না হয়। এটা ওর বড় পর্দায় প্রথম কাজ। আমার অনেক শুভেচ্ছা ওর জন্য়। প্রথম কাজ সবাই ফ্রেশ মাইন্ডে শুরু করতে চায়। আমি চাই দেবচন্দ্রিমাও যাতে তা করতে পারে।’
প্রসঙ্গত, ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা আছে দেবে-সৌমিতৃষার ‘প্রধান’-এর। প্রিয় নায়িকাকে বড় স্ক্রিনে দেখতে মুখিয়ে আছে মিঠাই-ভক্তরা।