বাংলা নিউজ > বায়োস্কোপ > সত্যি কি কথা বন্ধ সৌমিতৃষা আর আদৃতের? সেটে দু'জনের সম্পর্ক নিয়ে যা জানল মিঠাই

সত্যি কি কথা বন্ধ সৌমিতৃষা আর আদৃতের? সেটে দু'জনের সম্পর্ক নিয়ে যা জানল মিঠাই

সেটে সত্যি কি কথা বন্ধ আদৃত আর সৌমিতৃষার?

দুই অভিনেতার মধ্যে ঝামেলা নতুন কোনও বিষয় নয়। এরকম বহু হয়েছে ধারাবাহিকে একে অপরের সঙ্গে রোম্যান্স করেন, কিন্তু বাস্তবে একে-অপরকে একেবারে পছন্দ করেন না! ‘মিঠাই’য়ের সেটে কী কেস?

‘মিঠাই’ ধারাবাহিকের দুই মুখ্য অভিনেতা সৌমিতৃষা কুণ্ডু আর আর আদৃত রায়ের মধ্যেকার ঝামেলা বহুদিন ধরেই চলে এসেছে প্রকাশ্যে। সম্প্রতি জল্পনা উসকে দেয় যখন আদৃতের জন্মদিনে একটা ছোট শুভেচ্ছাও আসে না সৌমিতৃষার তরফ থেকে। শুধু তাই নয়, একটা ছবি ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল আদৃতের জন্মদিনের কেক মুখ গোমড়া করে রেখে খাচ্ছেন অভিনেত্রী।

এসব দেখে সোশ্যাল মিডিয়ায় অনেক মিঠাই-ভক্তরাই প্রশ্ন করেছিল, তবে কি কথা বন্ধ আছে দু'জনের। শ্যুটের সময় ছাড়া একে-এপরের সঙ্গে কথা বলছেন না? সম্প্রতি এই নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেন মিঠাই-রানি। সৌমিতৃষা তো উলটো প্রশ্ন ছুঁড়ে দেন, ‘যদি কথা বন্ধও থাকে, আপনাদের কি সিনে কোনও সমস্যা হচ্ছে?’ বলেন, ‘আমাদের ব্যক্তিগত জীবন আছে, কাজের জীবনও আছে। দুটো তো সম্পূর্ণ আলাদা। যদি আমাদের ব্যক্তিগত জীবনে কোনও সমস্যাও হয়, আর সেটা কাজের জায়গায় না পরে তাহলে কারওরই কোনও সমস্যা হওয়া উচিত নয়। কাজে অন্তত প্রভাব পড়বে না।’ আরও পড়ুন: ‘মিঠাইয়ের গলায় কিসের লাল দাগ?’ সৌমিতৃষার ছবি ঘিরে চাঞ্চল্য, উদ্বিগ্ন ফ্যানেরা

সঙ্গে ‘মিঠাইয়ের মন খারাপ’ ছড়িয়ে পড়া খবর উড়িয়ে দিয়ে সৌমিতৃষা বলেন, ‘আমি সবসময় খুব হাসি। এখন তো মুখটা একটু অন্যরকম করে বসে থাকলেই সবাই এসে প্রশ্ন করছে, আমার কি মন খারাপ? তবে সেটে মন খারাপ হওয়ার কোনও অবকাশই নেই। সবার সঙ্গে সবার খুব ভালো সম্পর্ক।’ আরও পড়ুন: মিঠাই থেকে হঠাৎ গায়েব ধারা! কেন এখন আর দেখা যাচ্ছে না অর্কজা আচার্যকে?

সঙ্গে আদৃত প্রসঙ্গে বসেন, ‘ওঁ আমার থেকে অনেকটাই বড়। তবুও একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। আমরা খুনশুটি করি, এ ওর পিছনে লাগি। আমার মনে হয় এই টপিকটা বন্ধই করা উচিত। এটা নিয়ে জলঘোলা করা উচিত না। সিড-মিঠাইয়ের মধ্যে দূরত্ব হয়তো সিনে বেড়েছে। কিন্তু আমরা বিন্দাস আছি। এই যে সিড মিঠাইয়ের মধ্যে দূরত্ব বেড়েছে কথা হচ্ছে, আমি তো জানি আমার গল্প কি, বা আমি আমার দিক থেকে ঠিক থাকলে এসব নিয়ে কথা বলার সময় আমার অন্তত নেই।’

নিজেদের ভালো বন্ধু দাবি করে সৌমিতৃষা বলেন, ‘আমি আর আদৃত তো প্রথম থেকেই ভালো বন্ধু। কখনও ঝগড়া হলে, মান-অভিমান তো হতেই পারে। আর সবাই জানে আমরা খুব ঝগড়া করি। কিন্তু তার মানে এরকম না কথা হবে না, ঝগড়া হয় মিটেও যায়।’

বন্ধ করুন