মিঠাই সিরিয়ালের সুবাদে সৌমিতৃষা কুণ্ডুর জনপ্রিয়তা তুঙ্গে। ছোটপর্দা থেকে হাতেখড়ি হলেও, ‘মিঠাই’-এর পর ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় চমক দিয়েছিলেন অভিনেত্রী। সুপারস্টার দেবের হাত ধরে বিগ স্ক্রিনে ডেবিউ হয়েছিল তাঁর। দেবের ‘প্রধান’-এর নায়িকা ফের নতুন করে শুরু করলেন পথ চলা। এবার তিনি ‘কালরাত্রি’ নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে। প্রকাশ্যে এল সিরিজের ফার্স্ট লুক।
‘নিখোঁজ’ খ্যাত পরিচালক অয়ন চক্রবর্তীর আগামী সিরিজ ‘কালরাত্রি’ প্রথম লুকেই নজর কেড়েছেন সৌমিতৃষা। সেখানে নায়িকাকে কনের সাজে দেখা যাচ্ছে। তবে তাঁর চেহারায় স্পষ্ট হতাশা। চোখে লেগে গভীর ভাবনা। এখানে অভিনেত্রীকে 'দেবী'-র চরিত্রে দেখা যাবে। বিয়ের প্রেক্ষাপটে সাজানো এই সিরিজের কাহিনি। হিন্দু বিয়ের রীতি অনুসারে, বিয়ে ও ফুলশয্যার মাঝের রাতকে 'কালরাত্রি' বলা হয়। এই রাতে স্বামী-স্ত্রী পরস্পরের মুখ দর্শন করে না। গল্প অনুসারে, বিয়ের দিনেই বান্ধবীর ভবিষ্যদ্বাণী শুনে হতবাক হয় ‘দেবী’। তার হবু স্বামীর রহস্যময় মৃত্যুর সম্ভাবনা তাকে ভাবিয়ে তোলে। উৎসবের আবহেও তার মন অশান্ত হয়ে ওঠে। অজানা ভয় গ্রাস করে তার সব চেতনাকে। ধীরে ধীরে রহস্য আরও ঘনিয়ে ওঠে। এই সব কিছুর সঙ্গে কীভাবে লড়াই করবে দেবী, তার উত্তর জানা যাবে এই সিরিজে।
আরও পড়ুন: 'সবাই আমাদের ভালো চায় না ইউভান…' ছেলের জন্মদিনে আরজি কর কাণ্ডের রেশ টেনে কেন এমন বললেন রাজ?
এই সিরিজে সৌমিতৃষা কীভাবে দর্শকদের চমক দেন, তা জানার জন্য অনুরাগীদের উৎসাহের অন্ত নেই। অভিনেত্রী নিজেও এই সিরিজ নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত। বর্তমানে সিরিজের শুটিং চলছে। ‘কালরাত্রি’ মুক্তি পাবে ‘হইচই’ ওটিটি প্ল্যাটফর্মে।
তিনি ছাড়াও এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ছোটপর্দার আরও বেশকিছু পরিচিত মুখ। থাকছেন ইন্দ্রাশিস রায়, রূপাঞ্জনা মিত্র, রাজদীপ গুপ্ত, অনুজয় চট্টোপাধ্যায়, সৈরীতি বন্দোপাধ্যায় প্রমুখ। ইন্দ্রাশিস রায়, রূপাঞ্জনা মিত্র ও সৈরীতি বন্দোপাধ্যায়ের প্রথম লুকও প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন: ‘নিজের জন্য রুখে দাঁড়াতে হয়…’, অহংকারী বলে অপমান! অনন্যাকে কড়া জবাব সিদ্ধান্তের
প্রসঙ্গত, মিঠাইয়ের সুবাদে সৌমিতৃষা জনপ্রিয়তা পেলেও ছোটপর্দায় তাঁর কেরিয়ার কিন্তু বেশ লম্বা। ২০১৬ সালে মাত্র ১৬ বছর বয়সেই ‘এ আমার গুরুদক্ষিণা’ সিরিয়ালের সঙ্গে অভিনয় জগতে তাঁর পথ চলা শুরু হয়। এরপর ‘জয় কালী কলকত্তেওয়ালি’, ‘গোপাল ভাঁড়’-এ পার্শ্ব চরিত্রে অভিনয়ের পর ‘কনে বউ’তে প্রথম লিড চরিত্রে অভিনয়ের সুযোগ এসেছিল। তবে কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় 'মিঠাই'। তারপর আর নায়িকাকে ফিরে তাকাতে হয়নি।