বাংলা নিউজ > বায়োস্কোপ > Soumitrisha-Tonni: ‘সেই যন্ত্রণাটা বোঝে..’, তন্বীর মায়ের মৃত্যু! মনোমালিন্য ভুলে বন্ধুর পাশে সৌমিতৃষা

Soumitrisha-Tonni: ‘সেই যন্ত্রণাটা বোঝে..’, তন্বীর মায়ের মৃত্যু! মনোমালিন্য ভুলে বন্ধুর পাশে সৌমিতৃষা

‘সেই যন্ত্রণাটা বোঝে..’, তন্বীর মায়ের মৃত্যু! মনোমালিন্য ভুলে পাশে সৌমিতৃষা

Soumitrisha-Tonni: বন্ধুর বিপদের দিনে কোনও মন কষাকষি নয়। তন্বীর মায়ের মৃত্যুর খবর পেয়েই সহ-অভিনেত্রীকে ফোন সৌমিতৃষার। 

ইংরাজিতে একটা প্রবাদ বাক্য আছে, 'এ ফ্রেন্ড ইন নিড, ইজ ফ্রেন্ড ইনডিড’ অর্থাৎ প্রয়োজনের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। তাই তন্বীর বিপদের দিনে তাঁর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না সৌমিতৃষা কুণ্ডু। মিঠাই সিরিয়ালের সুবাদেই বন্ধুত্ব দুজনের। কিন্তু ধারাবাহিক শেষ হতে না হতেই মোদক পরিবারের বাকি সদস্যদের থেকে দূরত্ব তৈরি হয় সৌমিতৃষার। আরও পড়ুন-তৃহারা তন্বী লাহা রায়! ‘তোর্সা’র বুক ফাটা পোস্টে চোখ ভিজল নেটিজেনদের

মাস কয়েক আগেই সংবাদ শিরোনামে উঠে এসেছিল ইনস্টাগ্রামে সৌমিতৃষার তন্বীকে আনফলো করার ঘটনাও। নাম না করেই মিঠাইরানি খোঁচাও দিয়েছিলেন তন্বী মানে মোদক পরিবারের বড় বউ তোর্সা। সম্প্রতি আদৃত-কৌশাম্বির বিয়েতে সৌমিতৃষার অনুপস্থিতি তাঁদের ঝামেলার জল্পনাকে সঠিক প্রমাণ করেছে। বিয়েবাড়িতে একমাত্র সৌমিতৃষা ছাড়া হাজির ছিল সক্কলে। দেবের নায়িকা হতেই নাকি ‘নাক উঁচু’ সৌমিতৃষা, এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কিন্তু সত্যি কি তাই? 

১৫ই মে ধুয়ে মুছে সাফ হয়ে গেল দুই বন্ধুর মাস কয়েকের মান-অভিমান। এদিন সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যুর খবর জানান তন্বী। সেই খবর সৌমিতৃষার কানে যেতেই তন্বীর নম্বর ডায়েল করতে দেরি করেননি মিঠাইরানি। আজকের দিনে অতীত মনে রাখতে চান না নায়িকা। এই প্রসঙ্গে এই সময় ডিজিটালকে সৌমিতৃষা বলেন, ‘ওঁর মা মারা গিয়েছেন। এটা যাঁর সঙ্গে হয় সেই যন্ত্রণাটা বোঝে। এই ক্ষতি কোনওদিন পূরণ হওয়ার নয়। আজকের দিনে আমি আমার পুরনো সহকর্মী বা বন্ধুর সঙ্গে যোগাযোগ করব না এমনটা তো হতেই পারে না। আমি খবর পেয়েই ফোন করেছি’। 

ইতিমধ্যেই ১০ই জুনের শ্যুটিং শুরু করেছেন সৌমিতৃষা। সৌরভ দাসের নায়িকা জানিয়েছেন, আজ অথবা কাল তন্বীর সঙ্গে দেখা করবেন তিনি। তাঁদের মধ্যে কোনও সমস্যা নেই, এমন কথাও বলেন সৌমিতৃষা। 

গত মঙ্গলবার অর্থাৎ ১৪ই মে মৃত্যু হয়েছে তন্বীর মায়ের। এদিন সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী বুক ফাটা যন্ত্রণার কথা লেখেন,  ‘মা ও মা… এই হাত দিয়েই তো আগলে রাখতে আমাদের। বেরোলে বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়তে যতক্ষণ পর্যন্ত আমার গাড়িটা দেখা যেত। সবাইকে নিজের হাতে ইউনিক জিনিস বানিয়ে দিতে। এই হাতেই বছরের পর বছর স্টেরয়েডস, স্যালাইন সব সহ্য করেছ। তুমি খুব কষ্ট পেয়েছ, কিন্তু আমাদের দেখাওনি। নিজের ভাইকে ছোট বয়সে চলে যেতে দেখেছ, মা-বাবাকে হারিয়েছ। এখন তাঁদের সঙ্গেই আছো নিশ্চয়ই? মা ও মা…’

তিনি আরও যোগ করেন, ‘তুমি দেখেছ আমার প্রথম নিঃশ্বাস। আমি দেখলাম তোমার শেষ নিঃশ্বাস। …..নিঃশ্বাস তখনও চলছে, ভাবলাম এই তো আবার লড়াই করে ফিরছ বোধহয়। কিন্তু দেখলাম চোখের পাতা পড়ছে না তোমার। নিঃশ্বাস তখনও চলছে। ডাক্তার এসে বলল, আর কিছু সময়। এত কিছু করেও বাপি আর নিজেকে সামলাতে পারল না। হাসপাতালের ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি তোমার হাতটা শক্ত করে ধরেছিলাম। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মা মা করে ডাকছি। ১০ সেকেন্ডে একবার করে গলার শিরাটা উঠছে। মানে মা বেঁচে আছে। মা-এর বেডে আমার চোখের জল পড়তেই নিজেকে সামলে নিলাম। তারপর সেকেন্ড পেরিয়ে গেল, শিরাটা থেমে গেল। মা…’। 

দুই নায়িকার পরিচিতমহলের তরফে কানাঘুষো তন্বীর সঙ্গে সৌমিতৃষার মনোমালিন্যের শুরু একটি ভিডিয়ো ঘিরে! মিঠাই শেষ হওয়ার পরে কৌশাম্বি ও সৌমিতৃষার সঙ্গে একটি পুরোনো ভিডিয়ো নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তন্বী। সেটাই পছন্দ হয়নি সৌমিতৃষার। তবে বন্ধুর এই কষ্টের দিনে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না অভিনেত্রী। 

বায়োস্কোপ খবর

Latest News

সেই রাতে সঞ্জয় ছাড়া আরও 'অনেক সন্দেহভাজন' ছিল আরজি করে, নয়া সূত্র CBI-এর হাতে মাঠে আমার থেকে বেশি ঝগড়া করো তুমি, কোহলির তির তাঁর দিকেই ঘোরালেন গম্ভীর- ভিডিয়ো শোতে ‘আর কবে’ গাওয়ার আবদার! ভক্তের কথায় মিষ্টি মুখে বিদ্রুপ অরিজিতের, বললেন... 'ডাক্তারদের দাবি ন্যায্য...', আরজি কর কাণ্ডে জবাবদিহি চেয়ে কড়া বার্তা অভিষেকের ‘বাড়িতে আসার কথা বলে…’, আরজি কর নিয়ে কথা বলতে গিয়ে বলিউড নিয়ে বিস্ফোরক কঙ্গনা আন্দোলনেই জব্দ লুটেরা! সন্দেশখালিতে বাসিন্দাদের কেড়ে নেওয়া জমি, পুকুর ফেরত ‘কত মেয়ে দুঃখ পেল’! বউর সঙ্গে ফেসবুক ডিপি কিঞ্জলের; লিখলেন,‘যে আমাকে সব কিছুতে…’ আজ এশিয়ার ম্যাচে নামছে মোহনবাগান! কোথায় লাইভ দেখবেন? কত টাকা লাগবে? দেখুন আরজি করের আবেগকে কাজে লাগিয়ে টেক্কার প্রচার? কুণালের নিশানায় স্বস্তিকা-সৃজিত টিটাগড়ে দলীয় কর্মীকে লক্ষ্য করে গুলি চালাল তৃণমূল কাউন্সিলর, আটক করল পুলিশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.