একটি সিজন শেষ হওয়ার পর পরবর্তী সিজনের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয় দর্শকদের, হইচই ডিজিটাল প্ল্যাটফর্মের বিরুদ্ধে এমন ক্ষোভ রয়েছে দর্শকদের। ‘ইন্দু’ সিরিজের তৃতীয় পর্ব মুক্তি পেতে এতটাই দেরি হয়ে গিয়েছিল, যে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল দর্শকদের।
যদিও ‘ইন্দু’ সিরিজের শেষ পর্ব মুগ্ধ করেছে সকলকে। অসাধারণ ভাবে রহস্য সমাধান করেছেন ‘ইন্দু’, যা দেখে আপ্লুত দর্শকবৃন্দ। এবার আরও একটি রহস্য সমাধানের পালা। খুব শীঘ্রই হইচই ডিজিটাল প্লাটফর্মে আসতে চলেছে ‘কালরাত্রি ২’।
আরও পড়ুন: রবিনা ট্যান্ডনের আমন্ত্রণ ঋতুপর্ণাকে, নতুন কিছু কী শুরু হতে চলেছে?
আরও পড়ুন: 'আমার প্রিয় মাথাব্যথা...', অভিনব কায়দায় যশকে জন্মদিনের শুভেচ্ছা নুসরতের
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় সিরিজের দ্বিতীয় পর্ব শুরুর ঘোষণা করেছেন সৌমিতৃষা কুন্ডু, রূপাঞ্জনা মিত্র, অয়ন চক্রবর্তী সহ আরও অনেকে। প্রায় প্রত্যেকেই নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করে জানান দিয়েছেন, খুব তাড়াতাড়ি রহস্যের সমাধান করতে আসছে সিরিজের দ্বিতীয় পর্ব।
গত বছর অর্থাৎ ২০২৪ সালে মুক্তি পেয়েছিল ‘কালরাত্রি’। একজন নববধূর জীবনে আচমকা ঘটে যাওয়া রহস্যময় ঘটনাকে নিয়ে তৈরি হয়েছিল এই সিরিজ। দেবীর স্বামীর মৃত্যুর পেছনে কে রয়েছেন, শ্বশুরবাড়িতে কি কোনও চক্রান্ত চলছে, শ্বশুরবাড়ির কালো অন্ধকার দিক কি মেলে ধরতে পারবে দেবী? এই সবকিছুই জানা যাবে দ্বিতীয় পর্বে।
এই সিরিজে দেবী অর্থাৎ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌমিতৃষা, রুদ্র রায় বর্মনের চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রাশীস রায়, ডিএসপি সাত্যকি সান্যালের চরিত্রে অভিনয় করেছেন অনুজয় চট্টোপাধ্যায়, ইন্দ্রানী রায় বর্মনের চরিত্রে অভিনয় করেছেন রূপাঞ্জনা মিত্র।
আরও পড়ুন: 'একলা বসে থাকলেই মনে হয় বাবা...', অভিষেককে কেন মিস করেন না সাইনা?
আরও পড়ুন: ‘অনেকদিন পর’ প্রযোজনায় প্রসেনজিৎ, নতুন ছবিতে কোন গল্প বুনবেন সৌরভ?
দেবীর শশুরের চরিত্রে অভিনয় করেছেন দেবেশ চট্টোপাধ্যায়। আছেন কৌশানি চট্টোপাধ্যায়, যিনি মায়া চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও অভিনয় করতে দেখা গিয়েছে রাজদীপ গুপ্ত এবং স্বৈরতী বন্দ্যোপাধ্যায়কে। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মানালি, দীপান্বিতা সরকার, শৌণক রায়।