আদৃত-সৌমিতৃষার সম্পর্ক নিয়ে গত কয়েক বছরে কম জলঘোলা হয়নি। কথায় আছে, যা রটে তার কিছু তো বটে! জল্পনা সত্যি করে গত ৯ই জুন পর্দার দিদিয়া কৌশাম্বির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন মিঠাইয়ের নায়ক আদৃত রায়। অন্যদিকে বিয়ের আসরে নজরে আসেননি ‘বন্ধু’ সৌমিতৃষার। আরও পড়ুন-‘ওঁদের বিয়েতে নিমন্ত্রণ পাইনি, আদৃত ভালো থাকুক’, উচ্ছেবাবুর জন্মদিনে বিস্ফোরক সৌমিতৃষা!
সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা খোলসা করেছেন আদৃত-কৌশাম্বির বিয়েতে আমন্ত্রিত ছিলেন না তিনি। আদৃতের সঙ্গে প্রেমচর্চা, কৌশাম্বির সঙ্গে সম্পর্কে ভাঙন থেকে তন্বী-ধ্রুবদের আনফলো করা, সব বিতর্কিত প্রশ্ন নিয়ে মন খুলে কথা বললেন সৌমিতৃষা। আদৃতের সঙ্গে কি সত্যিই কোনওদিন সম্পর্কে ছিলেন অভিনেত্রী? আনন্দবাজার অনলাইনকে দেবের প্রধান নায়িকা জানান,'ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। একটা জুটি যখন হিট হয়ে যায়,শুধু আমার বা আদৃতের ক্ষেত্রেই নয়, সবসময় রোম্যান্টিক সিন দেখছে তো। তারা ইমাজিন করে ফেলে এদের মধ্যে একটা কিছু আছে, এদের মধ্যে কিছু ভেঙে গেল। আমি আড়াই বছর ধরে বলে আসছি, যে আমরা দু'জন কলিগ এবং বন্ধু।…..ও আমার থেকে বয়সে অনেকটা বড়। তবে আমাদের মধ্যে একটা তুইতোকারির ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। ওটা ভালোলাগার পর্যায়ে কোনওদিন যাইনি আমাদের দুজনের তরফে'।
ওরা ওদের সম্পর্কটা সবসময় প্রাইভেট রেখেছে। তাই ওইগুলো নিয়ে আমরা কথাও বলতে পারতাম না। যখন থেকে ওদের প্রেম শুরু হয়েছে, এবং লোকে জানতে শুরু করেছে তারা বলেছে ওই জন্যই ওদের মধ্যে ঝামেলা শুরু হয়েছে। কিন্তু আমার আর আদৃতের মধ্যে তো প্রথম থেকেই ঝামেলা হয়েছে'।
একটা সময় কৌশাম্বির সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল সৌমিতৃষার। নিন্দকদের মতে আদৃতের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরই চিড় ধরে এই বন্ধুত্বে। কৌশাম্বিকে আনফলো পর্যন্ত করে দেন নায়িকা। মিঠাইরানি বললেন, অনেককেই তিনি আনফলো করেছেন। সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। সেটা নিয়ে অহেতুক চর্চা কেন হবে তা বুঝেই উঠতে পারেন না অভিনেত্রী। পালটা সাফাই, তিনি দিয়া, ঐন্দ্রিলা, উদয়-সহ মিঠাই পরিবারের অনেককেই তিনি ফলো করেন না। তার মানে তাঁদের সম্পর্ক খারাপ এমনটা নয়। জোর দিয়ে বলেন, ‘কৌশাম্বিদি’র সঙ্গে তাঁর সম্পর্ক সহজ।
বিয়েতে নেমন্তন্ন না পাওয়া প্রসঙ্গে বললেন, ‘ওরা হয়ত নিমন্ত্রণ করতে ভুলে গেছে। হতেই পারে। সবাই নিজেদের জীবনে এগিয়ে গিয়েছে। সবাই ব্যস্ত’।