বৃষ্টিভেজা দুপুরে প্রেমের দোলা লাগল সৌমিতৃষার মনে! মিঠাইরানির সঙ্গে বৃষ্টির কানেকশন কারুর অজানা নয়। আর তার সঙ্গে যদি থাকে শিফন শাড়ি, তাহলে তো দৃশ্য জমে ক্ষীর! আদৃত-কৌশাম্বির বিয়েকে ঘিরে আপতত চর্চা থামছে না সৌমিতৃষা কুণ্ডুকে ঘিরে। যদিও নায়িকা কিন্তু ব্যস্ত নিজের কাজ নিয়ে। ১০ই জুন ছবির শ্যুটিং প্রায় শেষ করে ফেলেছেন। এর মাঝেই বৃষ্টিস্নাত দুপুরে ‘টিপটিপ বরসা পানি’তে পুরুষ মনে আগুন লাগালেন নায়িকা। আরও পড়ুন-'পুরুষ যখন পছন্দের নারীকে বিয়ে করে…', হানিমুনে আদৃত-কৌশাম্বি, সৌমিতৃষার মনে কোন ভাবনা?
'মোহরা' ছবির গান 'টিপ টিপ বরসা পানি'। দর্শকের কাছে আজও সামন ভাবে জনপ্রিয় ২৮ বছর আগের ছবির এই গান। বছর খানেক আগে রোহিত শেট্টির 'সূর্যবংশী' ছবিতে রিমেক ভার্সনের দেখা মিলেছে এই গানের। এই গানের দৃশ্যে হলুদ রঙা শিফন শাড়ি পরে পর্দায় ঝড় তুলে ছিলেন নব্বইয়ের দশকের নায়িকা রবিনা ট্যান্ডন। পরবর্তীতে ক্যাটরিনা কাইফ। সেই গানেই এবার রিল ভিডিয়ো শেয়ার করলেন সৌমিতৃষা।
সৌমিতৃষার এই ভিডিয়ো শ্যুট করা ১০-এর জুন শ্যুটিং-এর ফাঁকে। মিতালির লুকেই এখানে ফ্যানেরা দেখল তাঁকে। হাওয়ার উড়ল শাড়ির আঁচল, ফিনফিনে শিফনে নায়িকার সুস্পষ্ট বক্ষযুগল পুরুষ হৃদয়ে দোলা লাগাল। কাজল-কালো চোখ আর মানানসই মেকআপে সুন্দরীর বঙ্গললনা সৌমিতৃষা।
ভিডিয়োর ক্যাপশনে ভালোবাসার হাতছানি। লিখলেন, ‘আমি তো কবে থেকেই এই গানটার সঙ্গে তৈরি আছি! এমনই বৃষ্টি আর সে একসঙ্গে চলে আসুক শুধু…’। সৌমিতৃষার ক্যাপশনের এই ‘ওহ’টা কে? বহুবার জানতে চাওয়া হয়েছে নায়িকার কাছে। প্রতিবারই অভিনেত্রী বলেছেন, এই মুহূর্তে সিঙ্গল তিনি। তবে ডাক্তার পাত্র তাঁর পছন্দ এমনটা জানিয়েছিলেন। কিন্তু সৌমিতৃষার জীবনের সেই মনের ডাক্তারের দেখা এখনও মেলেনি।
আদৃত-কৌশাম্বির বিয়েতে গোটা মিঠাই পরিবার হাজির থাকলেও দু-দিনই ছিলেন না সৌমিতৃষা। কানাঘুষো নায়িকার কাছে নাকি আমন্ত্রণপত্র পৌঁছায়নি। বাস্তবে আদৃত-সৌমিতৃষার সম্পর্কের সমীকরণ নিয়ে জলঘোলা নতুন নয়। শোনা যায়, মিঠাইয়ের শেষের দিকে অফ-ক্যামেরা পরস্পরের সঙ্গে একদম স্বচ্ছন্দ ছিলেন না তাঁরা। গুঞ্জন শোনা গিয়েছিল, শুরুর দিকে পরস্পরের প্রতি প্রচ্ছন্ন ভাললাগা ছিল দুই তরফেই। কিন্তু আচমকাই কৌশাম্বির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন আদৃত। তাই চিড় ধরে আদৃত-সৌমিতৃষার বন্ধুত্বে। যদিও সবটাই রটনা। কিন্তু আদৃত-কৌশাম্বির বিয়ের অনুষ্ঠানে সৌমিতৃষার অনুপস্থিতি বড্ড বেমানান ঠেকেছে অনেকর কাছেই।
সম্প্রতি সৌমিতৃষা মুখ খুললেন আদৃত আর কৌশাম্বির বিয়ে নিয়ে। এবিপি-কে অভিনেত্রী বলেন, ‘আদৃতের সঙ্গে আমার কোনও সমস্যা হয়নি কখনও। মিঠাই ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে। আমরা সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, খুশি। সবাই এগিয়ে গিয়েছি নিজের মতো করে।’