ভোটের সম্পূর্ণ ফলাফল সামনে আসতে এখন বাকি। তবে বাংলায় যে বিজেপি-র থেকে প্রায় ৩ গুণ বেশি আসন জিততে চলেছে বিজেপি, তা একপ্রকার নিশ্চিত বাংলার মানুষ। পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ৩০টিতে এগিয়ে তৃণমূল, বিজেপি এগিয়ে ১১টি-তে, আর কংগ্রেস ১টিতে।
ইতিমধ্যেই সবুজ আবিরে ঢেকেছে বাংলার রাস্তাঘাট। বেশিরভাগ জায়গাতেই বেরিয়ে পড়েছেন সমর্থকরা বিজয় মিছিল নিয়ে। আর তৃণমূল কংগ্রেসের এই অভাবনীয় সাফল্যে বেজায় খুশি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। যার ঝলক তাঁর ইনস্টা স্টোরিতেই। একটি সবুজ হার্টের ইমোটিকন শেয়ার করে নিয়েছেন।
আরও পড়ুন: মায়ের আদরে বিজেপির কঙ্গনা, মান্ডি থেকে জয় প্রায় পাক্কা, কত ভোটে এগিয়ে আছেন?
নিজের রাজনৈতিক মতাদর্শ কখনোই চেপে রাখেন না তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর যে আবেগ, তা এর আগেও চোখে এসেছে। এমনকী, বর্তমান লোকসভা নির্বাচনের প্রচারেও ভাগ নিয়েছিলেন। ব্যারাকপুরের প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে প্রচার করেন তিনি। সঙ্গে ছিলেন রাজ চক্রবর্তী।
আর আপাতত ভোটের গণনায় এগিয়ে পার্থ। সেখানকার বাঘা নেতা অর্জুন সিং (যিনি বিজেপি থেকে ভোটে দাঁড়ান)-এর থেকে অনেকটাই এগিয়ে রেয়েছেন। জিতে যাওয়ারও প্রবল সম্ভাবনা।
আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডারের ফলাফল…’, ফের ‘শূন্য’ লাল, কী লিখলেন শ্রীলেখা মিত্র সোশ্যালে
গণনায় এগিয়ে সৌমিতৃষার প্রধান-নায়ক দেবও। ৭০ হাজারেরও বেশি ভোটে তিনি পিছনে ফেলে দিয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে। এবার জিতলে হ্যাটট্রিক করবেন বাংলার এই সুপারস্টার।
আরও পড়ুন: ৯ মাস বয়সে লোকসভা ভোটের ভাগ্য ঘোষণা! তৃণমূল জিতবে, জানিয়ে দিল অনীকের ছেলে
এক সাক্ষাৎকারে সৌমিতৃষাকে বলতে শোনা গিয়েছিল, ‘সাধারণত পরিবারের লোকজন ছোটদের উপর প্রভাব ফেলে ভোট দেওয়ার ক্ষেত্রে। কিন্তু আমি আমার মা বাবাকে জোর করেছিলাম আমার পছন্দের দলকে ভোট দেওয়ার জন্য। শুনেছিল বলে মনে হয় না।’ সঙ্গে মিঠাই নায়িকার পারমনর্শ ছিল, ‘সব দলেরই ভালো-মন্দ আছে। যাকে ভোট দিলে একটু কম অসুবিধায় থাকা যায় তাঁকেই ভোট দেওয়া উচিত।’
কাজের সূত্রে, মিঠাই সিরিয়াল শেষ হওয়ার পর বড় পর্দায় সৌমিতৃষা পা রাখেন প্রধান সিনেমা দিয়ে। যেখানে তিনি ছিলেন দেবের নায়িকা। আর সদ্য তিনি কাজ শেষ করেছে ১০ই জুন ছবিটির। এই সিনেমায় তাঁর বিপরীতে দেখা যাবে সৌরভ দাসকে। চলতি বছরেই হলে আসবে সৌমিতৃষা কুণ্ডুর দ্বিতীয় সিনেমা।