সাম্প্রতিককালের মধ্যে দীর্ঘদিন ধরে চলা এবং অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল মিঠাই। এই ধারাবাহিকের মাধ্যমেই বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন সৌমিতৃষা কুণ্ডু। হয়ে উঠেছিলেন যেন পাশের বাড়ির মেয়েটি। সেই ধারাবাহিক শেষ হতে না হতেই তিনি বড় পর্দায় সুযোগ পান তাও আবার দেবের বিপরীতে। দেবের হাত ধরেই প্রধান ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ হয় তাঁর। কিন্তু এখন অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের মতো তাঁকেও প্রশ্ন শুনতে হয় যে কবে বিয়ে করছেন? এই বিষয়ে এবার মুখ খুললেন খোদ অভিনেত্রী।
আরও পড়ুন: প্রসেনজিতের ডাকে ‘অযোগ্য’র স্পেশ্যাল স্ক্রিনিংয়ে এসে রাজ - অঙ্কুশের হাতাহাতি! তারপর .... ?
বিয়ে নিয়ে কী জানালেন সৌমিতৃষা?
সম্প্রতি সৌমিতৃষা সোশ্যাল মিডিয়ায় একটি আস্ক মি এনিথিং সেশনের আয়োজন করেছিলেন। সেখানেই এক ব্যক্তি তাঁকে জিজ্ঞেস করেন যে কবে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী? জবাবে সৌমিতৃষা তাঁর উত্তরে লেখেন, 'বিয়ে? এত কম বয়সে বিয়ে করব? আমার তো বর্নভিটা খবর সময় এখন। অন্তত ১০ বছর দেরি আছে।' তাঁর এই কথা শুনে হেসে গড়িয়ে পড়েছেন সকলে। তবে টুইস্ট এখানে নয়। টুইস্ট লুকানো আছে অন্য জায়গায়।
আসলে দেব এবং সৌমিতৃষা দুজন মিলেই যখন তাঁরা প্রধান ছবির প্রচার করছিলেন তখন একবার এক সাংবাদিক অভিনেত্রীকে জিজ্ঞেস করেন যে তিনি কবে বিয়ে করবেন? উত্তরে তখন দেব এই কথাটি বলেছিলেন। এবার ভক্তের সেই একই প্রশ্ন পেয়ে সহঅভিনেতার উত্তরই ফিরিয়ে দিলেন সৌমিতৃষা।