আদৃত রায় আর কৌশাম্বি চক্রবর্তীর বিয়ের প্রায় প্রত্যেকটি খবরেই উঠে এসেছে আরও একটা নাম। তিনি হলেন সৌমিতৃষা কুণ্ডু। এই নিয়ে সৌমিতৃষাকে জবাবও দিতে দেখা গিয়েছে। আদৃত-কৌশাম্বির বিয়ের রিসেপশনে তিনি ইনস্টা স্টোরিতে লেখেন, ‘আমি কোনও কাণ্ড না ঘটিয়েই সবসময় স্পটলাইটে চলে আসি’।
তবে এই প্রথম মুখ খুললেন সৌমিতৃষা আদৃত আর কৌশাম্বির বিয়ে নিয়ে। এবিপি-কে অভিনেত্রী বলেন, ‘আদৃতের সঙ্গে আমার কোনও সমস্যা হয়নি কখনও। মিঠাই ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে। আমরা সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, খুশি। সবাই এগিয়ে গিয়েছি নিজের মতো করে।’
আরও পড়ুন: কেন সুমনা বাদ নেটফ্লিক্সে আসা কপিলের শো-তে? ভুরি-র জবাব, ‘আমার কাছে এর উত্তর…’
আদৃত আর কৌশাম্বির বিয়ে ও রিসেপশনে হাজির ছিলেন গোটা মিঠাই টিম। হল্লা পার্টির সকলে থাকলেও, মিঠাই-ই ছিলেন মিসিং। যা মর্মাহত করেছিল অভিনেত্রীদের ভক্তদের। মিঠাই পরিবারের বাকি সদস্যদের পোস্টে রীতিমতো প্রশ্ন তুলেছিলেন সকলে, ‘সৌমিতৃষার প্রতি এমন আচরণ কেন?’ খবর, সৌমিতৃষাকে নাকি ব্যক্তিগতভাবে আমন্ত্রণই জানাননি আদৃত আর কৌশাম্বি। তাই সৌমিতৃষাও আসেননি বিয়েতে।
আরও পড়ুন: বলিউডের জাতীয় পুরস্কার-জয়ী নায়িকা, সদ্য মা হয়েছেন! এখন হাতে নেই কাজ, বলুন তো কে
তবে নিজের জীবনে এসব নেগেটিভিকে জায়গা দিতে রাজি নন সৌমিতৃষা কুণ্ডু একেবারেই। আপাতত ১০ই জুন ছবির শ্যুটিং করছেন অভিনেত্রী। মিঠাই-এর পর তাঁর প্রথম সিনেমা ছিল দেবের সঙ্গে প্রধান। সেখানে বাংলার সুপারস্টারের নায়িকা হিসেবেই দেখা গিয়েছিল সৌমিতৃষাকে। আর এবার তিনি সৌরভ দাসের বিপরীতে। শ্যুটিং সেট থেকে কিছু ছবি-ভিডিয়োও দিচ্ছেন তিনি। চলতি বছরেই মুক্তির কথা রয়েছে সিনেমাটির।
আরও পড়ুন: নন্দিনীর হোটেলের স্পেশাল থালি, দাম ১০০ টাকা, পাবেন আনলিমিটেড খাবার, কী কী থাকছে
দ্বিতীয় সিনেমা প্রসঙ্গে সৌমিতৃষা জানান, ‘ইন্ডাস্ট্রিতে কোনও বড় হাউজের সঙ্গে আমার কোনও যোগাযোগ ছিল না আগে থেকেই। তাই ভাবিও না যে তারাই আমায় বারে বারে কাজ দেবে। যেটুকু পরিচিতি পেয়েছি, সব নিজের চেষ্টায়। পরবর্তীতে সুযোগ এলে আবার অবশ্যই বড় ব্যানারের ছবিতে কাজ করব। তবে সেসব নিয়ে আমার কোনও ছুৎমার্গ নেই। ১০-ই জুনের চিত্রনাট্য পড়ে মনে হয়েছিল, এখানে আমার কাছে অভিনয়ের সুযোগ আছে। এটা আমার কাছে চ্যালেঞ্জিং। আর কী চাই…’
আপাতত হানিমুনে আদৃত আর কৌশাম্বি। ফ্লাইট থেকে রানওয়ের একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন নতুন বউ। যদিও কোথায় তাঁদের গন্তব্য, তা প্রকাশ্যে আনেননি তাঁরা। কাজের সূত্রে, কৌশাম্বি বর্তমানে কাজ করছেন ফুলকি-তে। আর আদৃতকে পরবর্তীতে দেখা যাবে এসভিএফের পাগল প্রেমী সিনেমায়।