সোশ্যাল মিডিয়ায় দার্জিলিং থেকে বেশ কয়েকটি ছবি, ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন সৌমিতৃষা কুণ্ডু। কাজ না ট্যুর, কীসের সূত্রে পাহাড়ের রানি-র কাছে গেলেন অভিনেত্রী?
অভিনেত্রী একটি ভিডিয়ো শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে স্পষ্ট হয়েছে পিছনে থাকা দার্জিলিংয়ের বিখ্যাত রেস্তোরাঁ গ্লেনেরিজ। সৌমিতৃষাকে বলতে শোনা যাচ্ছে, ‘রাত ১০.২৮। আর র্যাপ আপ। রাস্তায় আমরা সবাই এমনি দার্জিলিংয়ে ঘুরে বেড়াচ্ছি।’
আরও পড়ুন: মুসলিম ছেলে বিয়ে করেও, ভোলেননি নিজের ধর্ম! বাড়িতে সত্যনারায়ণ পুজো করলেন ‘গোপি বহু’ দেবলীনা
এরপর ক্যামেরা ঘুরিয়ে ফাঁকা ম্যাল, বন্ধ দোকানও দেখান তিনি। পিছনে থাকা টিমের সদস্যদেরও দেখা গেল। সৌমিতৃষা আরও বলতে থাকলেন, ‘পুরো অন্ধকার একটা রাস্তা। অ্যাডভেঞ্চার আমার সবসময় ভালো লাগে। তাই আমার তো ভালোই লাগছে। শুনশান রাস্তা ধরে দার্জিলিংয়ে হাঁটতে।’ হোটেল থেকে দার্জিলিংয়ের আরও বেশ কিছু ছবি শেয়ার করতে দেখা গেল তাঁকে। সকাল সকাল ঘুম থেকে উঠে, ১৭ ডিগ্রি তাপমাত্রায় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে দেখা গেল তাঁকে।
আরও পড়ুন: ভক্তদের দিকে উপহার ছুঁড়লেন অমিতাভ, জলসার বাইরে রবিবার কী উপহার দিলেন বিগ বি
ছোট পর্দায় কাজ শুরু করেছিলেন জয় কালী কলকত্তেওয়ালী ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করে। এরপর গোপাল ভাড়, কনে বউ-এর মতো ধারাবাহিকেও ছিলেন। যদিও সৌমিতৃষা পরিচিতি পান, জি বাংলার ধারাবাহিক মিঠাই দিয়ে। আড়াই বছর ধরে চলা এই মেগা তাঁকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শিখরে।
আরও পড়ুন: ‘আমারটাও কত দূরে…’! বিজয়ায় আত্মঘাতী ছেলের মা হয়েছেন, মেয়ে অন্বেষাকে মিস করছেন স্বস্তিকা
এরপর মিঠাই শেষ হতে না হতেই, সৌমিতৃষার হাতে আসে প্রধান-এর অফার। দেবের বিপরীতে এই সিনেমা দিয়েই কাজ শুরু বড় পর্দায়। আপাতত নিজেরদ্বিতীয় ছবিতেও কাজ করে ফেলেছেন সৌমিতৃষা। ১০ই জুন ছবিতে দেখা যাবে তাঁকে এরপর। ছবির শ্যুট শেষ বলেই জানা গিয়েছে, অপেক্ষা শুধু মুক্তির। তাই দার্জিলিংয়ে কোন কাজে গিয়েছেন অভিনেত্রী, তা এখনও স্পষ্ট নয়।
আপাতত ছোট পর্দায় ফেরার ইচ্ছে নেই বলেই জানিয়েছেন সৌমিতৃষা তাঁর একাধিক সাক্ষাৎকারে। আপাতত সিনেমা আর সিরিজই তাঁর মূল লক্ষ্য। যদিও তাঁর এই বক্তব্যের কারণে কম ট্রোলিং হয়নি। অনেকে তো অহংকারী তকমাও সেঁটে দেওয়ার চেষ্টা করেছিল গায়ে। তবে ট্রোলকে পাত্তা না দিয়ে, কাজেই সব মন ঢেলেছেন এই টলি নায়িকা।