টলিপাড়ার মিষ্টি নায়িকা সৌমিতৃষা কুণ্ডুর অনুরাগী সংখ্যা নেহাত কম নয়। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে, ইতিমধ্যেই বড় পর্দায় নিজের পা শক্ত করেছেন তিনি। কিন্তু অনেকেরই প্রশ্ন, এত সুন্দর দেখতে, এত মিষ্টি ব্যবহার, এত সফল কেরিয়ার, তাও কেন সিঙ্গেল সৌমিতৃষা? সেই প্রশ্নের জবাব না মিললেও, অভিনেত্রী খোলসা করলেন তাঁর হৃদয় জেতার রাস্তা। ঠিক কীভাবে জয় করা যায় তাঁর হৃয়।
ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেন সৌমিতৃষা। একটিতে খাটের উপরে রাখা দুটি লজেন্সের প্যাকেট। একটি হল ম্যাঙ্গো বাইট, আরেকটি ইমলি লজেন্স। এই ছবির উপরে রঙিন হরফে CANDY লিখে দিয়েছেন।
আরও পড়ুন: AI দিয়ে গলার আওয়াজ চুরি, বড় নির্দেশ দিল বম্বে হাইকোর্ট অরিজিৎ সিংকে
পরের ছবিটিতে পা ছড়িয়ে বসে আছেন। আর হাতে ধরে আছেন ইমলি লজেন্সের কাঠি। আর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার হৃদয় জিততে হলে… খাবার আনুন।’ তারপর লেখা ‘ইমলি’।
মিঠাই-এর আগে বেশ কিছু ধারাবাহিকে কাজ করলেও, সৌমিতৃষা কুণ্ডু-র কাছে জনপ্রিয়তা আসে জি বাংলার এই মেগার হাত ধরেই। প্রায় আড়াই বছর ধরে চলে এই সিরিয়াল। একসময় টানা ৫৪ সপ্তাহ টিআরপিতে বেঙ্গল টপারও হয়েছিল।
মিঠাই-এর কাজ শেষ হতে না হতেই, দেবের বিপরীতে কাজের অফার আসে। প্রধান সিনেমা দিয়ে রুপোলি পর্দায় পা রাখেন তিনি। ২০২৩ সালের ডিসেম্বর মুক্তি পায় সেই সিনেমা। হিট করে শুধু নয়, দর্শকের পছন্দও হয় দেব-সৌমিতৃষার জুটি। আপাতত মুক্তির অপেক্ষায় রয়েছে সৌমিতৃষার ১০-ই জুন ছবিটি। যেখানে তাঁর বিপরীতে রয়েছেন সৌরভ দাস। পরের প্রোজেক্টের ঘোষণা এখনও বাকি।
আরও পড়ুন: ‘দাদু মুসলিম, ঠাকুমা পার্সি, মা…’! রাহুল ‘কারিপাতা দিয়ে পাস্তা’, বললেন কঙ্গনা
মিঠাই করার সময়ই সৌমিতৃষার সঙ্গে নাম জোড়া হল তাঁর মিঠাই নায়ক আদৃত রায়ের। এমনকী, দুজনে নাকি বেশ পছন্দই করতেন একে-অপরকে। শোনা যায়, তারপরই সিনে এন্ট্রি নেন কৌশাম্বি চক্রবর্তী। আদৃতও মন দিয়ে ফেলেন ‘দিদিয়া’কে। ব্যস, তারপর আর কী! ঝামেলা, ঝগড়া, কথা বন্ধ, ঠান্ডা লড়াই নিয়ে সে তো এক লম্বা ইতিহাস!
মাঝে সৌমিতৃষার নাম জুড়েছিল স্টার জলসার অনুরাগের ছোঁয়ার নায়ক দিব্যজ্যোতি দত্তের সঙ্গেও। তবে গুঞ্জন বাড়তেই যেন সব ধামাচাপা দেন তাঁরা। আপাতত সৌমিতৃষা জানিয়েছেন, তাঁর ফোকাস পুরোপুরি কাজে আর কেরিয়ারে। বিয়ে নিয়ে ভাবছেন না একেবারেই।