মিঠাই ধারাবাহিকের হাত ধরে খ্যাতির শীর্ষে পৌঁছন তিনি। বাঙালির ঘরে ঘরে হয়ে ওঠেন মিঠাইরানি। যেন নিজেদের ঘরের মেয়েই। সেই মেগা শেষ হওয়ার পর বর্তমানে এই বছর ২৪ - ২৫ এর নায়িকা সিনেমা সিরিজ নিয়েই ব্যস্ত। আর তার মধ্যেই বন্ধুত্ব, বিচ্ছেদ নিয়ে কী বললেন মিঠাই ওরফে সৌমিতৃষা?
আরও পড়ুন: 'মিষ্টির দোকানে...' ফের চরম কটাক্ষের শিকার নুসরত, নেটিজেনদের নিশানায় এবার নায়িকার চেহারা বদলে পোশাক!
কী ঘটেছে?
সৌমিতৃষা কুণ্ডু মাত্র কয়েক বছর হলেন নিজের কেরিয়ার শুরু করেছেন এই টলিউড ইন্ডাস্ট্রিতে। আগে একাধিক খাজ করলেও, খ্যাতির শীর্ষে পৌঁছন মিঠাই ধারাবাহিকের হাত ধরে। কাজ এবং খ্যাতির পাশাপাশি বেশ কিছু বন্ধু হয়েছিল তাঁর। কিন্তু অনেকেই তাঁরা অভিনেত্রীর হাত ছেড়ে গিয়েছেন। এই বয়সেই বিচ্ছেদ যন্ত্রণা, বন্ধু হারানোর কষ্ট তাঁকে সইতে হয়েছে। তবে সেসব নিয়ে মোটেই ভাবিত নন তিনি। তাঁর পুরো ফোকাস এখন কাজেই।
সৌমিতৃষা এই বিষয়ে টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, 'একটা ব্যাগ হারিয়েছিলাম। সেটার বদলে বড় ব্যাগ পেয়েছি। বন্ধ হারিয়ে আসল বন্ধু খুঁজে পেয়েছি আমি। কোনও খামতি নেই আমার জীবন। পরিবর্তন আসাই তো নিয়ম।' আর এই সমস্ত কিছুর জন্যই অভিনেত্রী ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। ছোট পর্দার মিঠাই রানির মতো সৌমিতৃষা নিজেও ভীষণ ঈশ্বর ভক্ত। এই বিষয়ে বলে রাখি তন্বী লাহা রায়ের সঙ্গে গভীর বন্ধুত্ব ছিল সৌমিতৃষার। কিন্তু সেই বন্ধুত্ব টেকেনি। নষ্ট হয়েছে আদৃত রায়ের সঙ্গে সম্পর্কও। এমনকি আদৃত কৌশাম্বির বিয়েতেও নিমন্ত্রিত ছিলেন না তিনি।
সৌমিতৃষার আগামী কাজ
সৌমিতৃষা কুণ্ডুকে আগামীতে হইচইয়ের নতুন সিরিজ কালরাত্রি -তে দেখা যাবে। বর্তমানে শ্যুটিং চলছে সেই মেগার। নিজের এই নতুন কাজের খবর অভিনেত্রী নিজেই ভাগ করে নিয়েছেন। তাঁকে শেষবার গত বছর দেবের সঙ্গে প্রধান ছবিতে দেখা গিয়েছিল।