বাংলা নিউজ > বায়োস্কোপ > Soumitrisha Kundu: ‘সোনাদানা দিলে ভীষণ…’, ভূরি-ভূরি উপহার পেয়েছেন সৌমিতৃষা মিঠাই হয়ে, কী বলছেন তা নিয়ে?

Soumitrisha Kundu: ‘সোনাদানা দিলে ভীষণ…’, ভূরি-ভূরি উপহার পেয়েছেন সৌমিতৃষা মিঠাই হয়ে, কী বলছেন তা নিয়ে?

গত আড়াই বছর ধরে দর্শক মনে জায়গা করে নিয়েছেন মিঠাই। খুব কম অভিনেতা এত ভালোবাসা পেতে পারে। টিআরপি হয়তো কমেছে, কিন্তু দর্শকের ভালোবাসা কমেনি। উপহারও পেয়েছেন প্রচুর। তা নিয়ে কী বলছেন সৌমিতৃষা?