সৌমিতৃষা কুণ্ডুকে শেষবার দেখা গিয়েছে 'কালরাত্রি' ওয়েব সিরিজে। আর এবার আবার ছোট পর্দায় ফিরছেন নায়িকা। 'মিঠাই'-এর পর ফের জি বাংলায় দেখা মিলবে নায়িকার, বছর শেষে ভিডিয়ো করে নিজেই সেই সুখবর ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।
ছোটপর্দা থেকে বিনোদন জগতের হাতেখড়ি হয় সৌমিতৃষার। তারপর জি বাংলার 'মিঠাই' সিরিয়ালের সুবাদে তাঁর জনপ্রিয়তা এখন তুঙ্গে। ‘মিঠাই’-এর পর ছোট পর্দার গণ্ডি ছাড়িয়ে বর্তমানে তিনি বড় পর্দায় থেকে ওটিটি সর্বত্র দাপিয়ে কাজ করছেন। সুপারস্টার দেবের হাত ধরে বিগ স্ক্রিনে ডেবিউ হয় তাঁর। তারপর হইচইয়ের 'কালরাত্রি'তেও নজর কেড়েছেন সৌমিতৃষা। পাশাপাশি অভিনেত্রীর নতুন ছবি '১০ই জুন'-এর ট্রেলারও প্রকাশ্যে এসেছে কিছু দিন আগে।
তবে প্রায় ১ বছর তাঁকে ছোট পর্দায় দেখেননি তাঁর ভক্তরা। অভিনেত্রীকে আবার ছোট পর্দায় কবে দেখার জন্য তাঁর অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর এবার বছর শেষে হবে সেই অপেক্ষার অবসান। পর্দার 'মিঠাই' নিজেই সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করে অনুরাগীদের এই সুখবর দেন। নায়িকা জানান যে, তিনি আবার ফিরছেন জি বাংলায়। তবে এবার কোনও মেগা নয়, ‘ডিয়ার ডিসেম্বর’ নামে একটি শোয়ের সঞ্চালিকা হিসেবে।
আরও পড়ুন: বছর শেষে সৌমিতৃষার বড় চমক! নায়িকার সাফল্যের মুকুটে জুড়ল নতুন পালক
ভিডিয়োয় সৌমিতৃষা বলেন, ‘আমি ঠিক একবছর পর জি বাংলার পর্দায় ফিরছি। আগের বছর ডিসেম্বরে আমি আমার ছবির প্রোমশনের জন্য জি বাংলায় গিয়েছিলাম। সেটা ছিল সম্ভবত ২২ ডিসেম্বর ছিল। এখন আবার প্রায় ১ বছর পর জি বাংলার হাত ধরে ছোট পর্দায় আসছি আমি। ‘ডিয়ার ডিসেম্বর’ নামে একটি মিউজিক্যাল শোয়ের জন্য। আমি মূলত এই ইভেন্টে সঞ্চালিকা হিসেবে থাকব। দ্বিতীয়বারের জন্য আমি কোনও শো হোস্ট করতে চলেছি। একবছর শুভশ্রীদি(শুভশ্রী গঙ্গোপাধ্যায়) ও অঙ্কুশদা (অঙ্কুশ হাজরা) ‘সোনার সংসার’ হোস্ট করেছিলেন। আমি সেই বছর খুব অল্প সময়ের জন্য সঞ্চালনা করে ছিলাম। আর এটা দ্বিতীয় বারের জন্য শো হোস্ট করতে চলেছি জি বাংলায়। এই শোয়ে গান, নাচ, রোম্যান্স, হাসি-মজা সবটা থাকবে। আপনাদের পছন্দের তারকারাও থাকবেন। ফলে সবটা মিলিয়ে আশাকরি আপনাদের খুব ভালো লাগবে। আমি নিজেও খুব এক্সসাইটেড কারণ ১ বছর পর জি বাংলার পর্দায় নিজেকে দেখতে পাব। এই অনুষ্ঠান, আমার সঞ্চালনা কেমন লাগলো সবটা আমাকে জানাতে ভুলবেন না।'
আরও পড়ুন: 'আর আগের মতো নেই…' কুশার ডিভোর্স চর্চা নিয়ে রসিকতা! বিতর্কে এবার মুখ খুললেন রায়না!
প্রসঙ্গত, মিঠাইয়ের সুবাদে সৌমিতৃষা জনপ্রিয়তা পেলেও ছোটপর্দায় তাঁর কেরিয়ার কিন্তু বেশ লম্বা। ২০১৬ সালে মাত্র ১৬ বছর বয়সেই ‘এ আমার গুরুদক্ষিণা’ সিরিয়ালের সঙ্গে অভিনয় জগতে তাঁর পথ চলা শুরু হয়। এরপর ‘জয় কালী কলকাত্তাওয়ালি’, ‘গোপাল ভাঁড়’-এ পার্শ্ব চরিত্রে অভিনয়ের পর ‘কনে বউ’তে প্রথম লিড চরিত্রে অভিনয়ের সুযোগ এসেছিল। তবে কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় 'মিঠাই'। তারপর আর নায়িকাকে ফিরে তাকাতে হয়নি।